শেষ হল অপেক্ষা, ‘বিগ বস ওটিটি ৩’ (Bigg Boss OTT 3) এর বিজয়ী হলেন সানা মকবুল (Sana Makbul)। ফাইনাল রাউন্ডে র্যাপার নায়েজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। মূলত টেলিভশন ধারাবাহিকের পরিচিত মুখ সানা। এছাড়াও দক্ষিণী ছবিতে অভিনয় করেন তিনি। জয়ের পর ২৫ লক্ষ্য টাকার উপহার জেতেন তিনি।
🥁Drumrolls🥁
Our diva, Sana Makbul grabs the shining trophy for Bigg Boss OTT 3.
Congratulations @SANAKHAN_93 🎉 🥳🏆#BiggBossOTT3 #BBOTT3onJioCinema #BBOTT3 #BiggBoss #JioCinemaPremium pic.twitter.com/OuigmIfC5B— JioCinema (@JioCinema) August 2, 2024
রবিবার সন্ধে ৯টা নাগাদ শুরু হয় ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজিনের (Big Boss OTT 3) গ্র্যান্ড ফিনালে (Grand Finale)। ফিনালেতে ছিলেন ৫ প্রতিযোগী সানা মকবুল (Sana Makbul), কৃতিকা মালিক (Krittika Malik), র্যাপার নায়েজি (Rapper Naezy), সাই কেতন রাও (Sai Ketan Rao)এবং রণবীর শোরে (Ranvir Shorey)। এপিসোডের শুরুতে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা। এদিন প্রতিযোগী রণভীর শোরেকে সমর্থন করতে হাজির হয়েছিলেন শেহনাজ গিল (Shehnaz Gill)।
শেহনাজ (Shehnaz Gill) গিল রণবীর শোরীর (Ranvir Shorey) জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছিলেন। এর কারণ একমাত্র রণবীর শোরীর পরিবারের তরফে কেউ উপস্থিত ছিলেন না। এছাড়া সবাই তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন। এই বার্তায় শেহনাজকে বলতে শোনা যায়, “আপনাকে ফিনালেতে দেখে আমি খুব খুশি। আপনি একবার এই মঞ্চ থেকে বেরোলে , আমি নিশ্চিত যে আপনার কাছে অনেক কাজের প্রস্তাব আসবে। এর পর আপনার প্রথম প্রজেক্টটি আপনি বিয়ার, ডিম এবং মাটনের সঙ্গে উদযাপন করবেন স্যার। আপনাকে শুভকামনা জানাই।” এই বার্তাটি পেয়ে রণবীর উত্তরে বলেন, “শোতে আমার অংশগুলি আপনি দেখেছেন শুনে খুব ভাল লাগল। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। যখন লোকেরা আমার পোশাক নিয়ে উপহাস করছিল এবং প্রশ্ন করছিল তখন আপনিই আমাকে পোশাক পাঠিয়েছিলেন। আমি সত্যিই এর জন্য কৃতজ্ঞ।”
Big Boss OTT 3: ‘বিগ বস ওটিটি ৩’ গ্র্যান্ড ফিনালেতে, বাদ পড়লেন দুজন, এগিয়ে গেলেন কারা?
এছাড়া এই ফিনালে তে এসেছেন ‘স্ত্রী ২’ (Stree 2)এর অভিনেতা-অভিনেত্রী রাজুমার রাও (Rajkummar Rao) ও শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) । ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। শ্রদ্ধা কাপুর সঞ্চালক অনিল কাপুরকে ‘সর্বকনিষ্ঠ এবং যোগ্যতম প্রতিযোগী’ বলে অভিহিত করেন।
এই শোয়ের পঞ্চম রাউন্ডে বাদ পড়ে। এর পর যথাক্রমে বাদ পড়েন সাই কেতন রাও ও রণবীর শোরে। অন্তিম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সানা মকবুল (Sana Makbul)। ও র্যাপার নায়েজির। ‘বিগ বস ওটিটি ৩’ এর ট্রফি নিয়ে যান সানা। প্রথম রানার আপা হন নায়েজি। এই শোয়ের দ্বিতীয় রানার আপ হন রণবীর শোরে।