অলিম্পিকে ট্রান্সজেন্ডার চলবে না, কমলার ‘অতি-বাম’ আচরণকে তীব্র কটাক্ষ ডনের

অলিম্পিকে ট্রান্সজেন্ডার বিতর্ক জোরদার আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি একটি বক্সিং ইভেন্টে ইতালির বক্সার অ্যাঞ্জেলা কারিনীকে ৪৬ সেকেন্ডের মধ্যেই পরাস্ত করে দেন আলজেরিয়ার ইমান খালিফ। জানা…

USA Donald Trump attacks Kamala Harris

অলিম্পিকে ট্রান্সজেন্ডার বিতর্ক জোরদার আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি একটি বক্সিং ইভেন্টে ইতালির বক্সার অ্যাঞ্জেলা কারিনীকে ৪৬ সেকেন্ডের মধ্যেই পরাস্ত করে দেন আলজেরিয়ার ইমান খালিফ। জানা গিয়েছে, আলজেরিয়ার ওই বক্সার নিজের নামের পাশে লিঙ্গ পরিচয়ে লিখেছিলেন ‘বায়োলজিক্যাল মেল’। অর্থ্যাত্ তাঁর লিঙ্গ নিয়ে শুরু হয় জোর চর্চা।

ফের পদকের হাতছানি! অলিম্পিকে পিস্তলের ফাইনালে মনু ভাকর

   

কেউ বলছে তিনি মহিলা না হয়ে কীভাবে মহিলা বক্সিং ইভেন্টে যোগ দিলেন? আবার কারও দাবি, রূপান্তরকারীদেরও খেলায় অংশ নেওয়ার স্বাধীনতা রয়েছে। আর তাতেই শোরগোল পড়েছে প্যারিসে। রাশিয়ার নের্তৃত্বাধীন ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশনও ইমানের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসিকে তুলোধনা করেছে। অন্যদিকে লিঙ্গ বৈষম্যের দোহাই তুলে অভিযুক্ত বক্সার ইমানের পাশে দাঁড়িয়েছে বহু সংগঠন। এদিকে ইস্যুটি রাজনৈতিক দিকে মোড় নিতেই তার আঁচ গিয়ে পড়েছে আতলান্তিক পাড়ের সুদূর মার্কিন মুলুকে।

Shelter Home: দিল্লির আশ্রয়কেন্দ্রে ২০ দিনে ‘রহস্যজনক’ মৃত্যু ১৩ শিশুর

আগামী নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর সেখানেও মাথাচাড়া দিয়ে উঠেছে নারীবাদ, সাম্যবাদ ও লিঙ্গ স্বাধীনতার মতো স্পর্শকাতর সামাজিক ইস্যুগুলি। তা নিয়েই এবার প্রকাশ্যে মুখ খুলেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমি রূপান্তরকারীদের মহিলাদের সঙ্গে খেলায় অংশগ্রহণের সম্পূর্ণ বিরুদ্ধে। কমলা হ্যারিসের মতো অতি বামপন্থী মহিলারা এই ধরনের অন্যায় নীতিকে সমর্থন করে।” ক্ষমতায় এলেই তিনি এই ধরনের রীতি বন্ধ করতে উদ্যোগী হবেন বলে ট্রাম্পের তরফে জানানো হয়েছে। তবে অতীতে রূপান্তরকামী ও সমকামীদের সমর্থন করলেও এই অলিম্পিক বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কমলা হ্যারিস ও হোয়াইট হাউস।

গড়কড়ির পর এবার নির্মলাকে চিঠি মমতার, দিলেন হুঁশিয়ারি

বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা থেকে নাম সরিয়ে নেওয়ার পরই ট্রাম্পের সামনে এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাই তাঁকে চাপে রাখতেই এই কৌশল বলে মনে করছে মার্কিন রাজনৈতিক মহল।

ইমানের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। ২০২৩ সালে ইমান খালিফ পাসপোর্টে মিথ্যা লিঙ্গ পরিচয়ের জন্য বরখাস্ত হয়েছিলেন। তা সত্বেও কেন তাঁকে অলিম্পিকে সুযোগ দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন।