সিএফএলে ভিন্ন রাজ্যের ফুটবলারদের দাপট, কী বলছেন আইএফএ সচিব?

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) বিদেশিদের অংশগ্রহণের ক্ষেত্রে গতবছর থেকেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। পরিবর্তে দেশীয় ফুটবলারদের উপর বাড়তি নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়…

IFA Secretary Anirban Dutta

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) বিদেশিদের অংশগ্রহণের ক্ষেত্রে গতবছর থেকেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। পরিবর্তে দেশীয় ফুটবলারদের উপর বাড়তি নজর দেওয়ার কথা উল্লেখ করা হয় বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে। যারফলে, গোটা দেশ থেকে একাধিক তরুণ ফুটবলার সুযোগ পান প্রিমিয়ার ডিভিশন লিগের দলগুলিতে। যাদের অধিকাংশের চোখ ধাঁধানো পারফরম্যান্স সহজেই মন কেড়েছে বাংলার ফুটবলপ্রেমীদের।

   

যার প্রভাবে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বাংলার ফুটবলারদের পারফরম্যান্স। কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল,মোহনবাগান সুপার জায়ান্ট হোক কিংবা মহামেডান স্পোর্টিং ক্লাব। ভিন রাজ্যের ফুটবলারদের উপর ভিত্তি করে অধিকাংশ ক্ষেত্রেই সহজ জয় ছিনিয়ে নিচ্ছেন তাঁরা। বঙ্গের প্রতিভাবানরা দলে থাকলেও যথেষ্ট নিস্প্রভ থেকেছেন সকলে।

ময়দানের অন্যান্য দল গুলির ক্ষেত্রে বাঙালি ফুটবলারদের অংশগ্রহণ অধিক পরিমানে দেখা গেলেও নজরে আসছেন হাতেগোনা কয়েকজন। যা নিয়ে কিছুটা হলেও হতাশা প্রকাশ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার বঙ্গীয় ফুটবল ফেডারেশনের বার্ষিক সভা থেকে সেই নিয়ে মুখ খুললেন সচিব অনির্বাণ দত্ত‌।

তিনি বলেন, ‘ কলকাতা ফুটবল লিগে ভিন রাজ্যের ফুটবলারদের অংশগ্রহণ করা আজকের ঘটনা নয়। চিরকাল তাঁরা খেলে এসেছে। আমরা তাদের আপন করে নিয়েছি। নিজের মনে করে। কলকাতা লিগে ভিন রাজ্যের বহু ফুটবলার খেলেছেন। পরবর্তীতে অনেকেই কলকাতার মানুষ হয়েছেন। বলতে গেলে সারা ভারতবর্ষের ফুটবলার কলকাতা লিগে খেলতে আসতে চায়। তাছাড়া ময়দানের ক্লাব গুলির সুবিধা অসুবিধা দেখেই আইএফএকে সিদ্ধান্ত নিতে হয়। ‘

তিনি আরো বলেন, ‘ এই নিয়ে আমরা যখন আলোচনায় বসেছিলাম তখন বাংলার ছেলেদের দলে রাখার ক্ষেত্রে ক্লাব গুলিকে আমাদের রাজি করাতে হয়েছিল। আসা করি আগামী দিনে সংখ্যা আরো বাড়বে। তাছাড়া প্রিমিয়ার ডিভিশন লিগ থেকে যে অর্থ আসে সেই দিয়েই বাংলার অন্যান্য ডিভিশন গুলির খেলা পরিচালনা হয়ে থাকে। সেজন্য পারফরম্যান্সের মান পড়লে তার প্রভাব এসে পড়বে অন্যান্য ক্ষেত্রে। যা বাংলার ফুটবলকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করবে। তাই সবদিক বজায় রেখেই আমাদের এগোনোর পরিকল্পনা রয়েছে।’