কিছু সময় ধরে আলু নিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে বাংলা সাধারণ মানুষের। এমনিতে আলু ছাড়া বাঙালি রান্না এককথায় জাস্ট অসম্পূর্ণ। সেখানে আলুর দাম হু হু করে বাড়ায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মাথায় চিন্তার বাজ ভেঙে পড়েছে। অন্যদিকে আলু চাষী থেকে শুরু করে ব্যবসায়ীরাও নানা ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আজ বুধবার বিকেলে এক বিশেষ ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
চলতি মাসের গোড়ার দিকে আলুর দাম বাড়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তঃরাজ্য আলু সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছিল। এর প্রতিক্রিয়ায় আলু ব্যবসায়ী সংগঠনগুলো অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ায় দাম আরও বেড়ে যায়। বাজারে এখনও অবধি আলুর দর ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এদিকে আজ বুধবার সকাল থেকেই কোচবিহারের নানা জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষী থেকে শুরু করে ব্যবসায়ীরা। এবার এই ইস্যুতেই সুর চড়াতে দেখা গেল শুভেন্দুকে।
আজ নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘রাজ্য জুড়ে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর রাজ্য সরকার দমন পীড়ন নীতি অবলম্বন করছে, বিশেষ করে রাজ্যের সঙ্গে ওড়িশা ও অসমের সীমান্তবর্তী এলাকায়। আজ কোচবিহারে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি তারই প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘এক দিকে সারের কালোবাজারির জন্য আলু চাষিরা জেরবার হচ্ছে, সেই ব্যাপারে রাজ্য সরকারের কোনও সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না, অথচ বিভিন্ন সময়ে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর খবরদারী ফলাতে গিয়ে তাঁদেরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। বিরোধী দলনেতা আলু চাষি ও ব্যবসায়ীদের সমস্ত ন্যায্য অধিকার ও দাবি দাওয়ার পক্ষে। অবিলম্বে রাজ্য সরকারি আধিকারিকগণ এঁদের সাথে সমন্বয় স্থাপন করে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ গ্রহণ করুন।’
রাজ্য জুড়ে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর রাজ্য সরকার দমন পীড়ন নীতি অবলম্বন করছে, বিশেষ করে রাজ্যের সঙ্গে ওড়িশা ও অসমের সীমান্তবর্তী এলাকায়।
আজ কোচবিহারে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি তারই প্রতিফলন।
এক দিকে সারের কালোবাজারির জন্য আলু চাষিরা জেরবার হচ্ছে, সেই… pic.twitter.com/JPMUwYIr0q— Suvendu Adhikari (@SuvenduWB) July 31, 2024