প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এ শুটিং থেকে এখনও পর্যন্ত দু’টি পদক পেয়েছে ভারত। প্রথম ব্রোঞ্জ পদকে মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল সিঙ্গলস এবং ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট টিমে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। শুটিং থেকেই ভারত জিততে পারে আরও একটা পদক। সোনার পদক জয়ের সম্ভাবনাও রয়েছে।
Paris Olympics 2024: আয়ারল্যান্ডকে হারিয়ে টেবিল টপার ভারত
৩১ জুলাই স্বপ্নিল কুসলে (Swapnil Kusale) ৫০ মিটার রাইফেল থ্রিপি কোয়ালিফিকেশন রাউন্ড জিতে ফাইনালে ওঠেন। তবে তাঁর সতীর্থ ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ফাইনালে উঠতে পারেননি। স্বপ্নিল ফাইনালে ওঠায় এবার সোনা জয়ের আশাও বেড়ে গেল ভারতের।
ভারতের তারকা শুটার স্বপ্নিল কুসলে ভারতে আরও একটি পদকের আশা জাগিয়ে তুলেছেন। গত ৩১ জুলাই পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টের ফাইনালে ওঠেন স্বপ্নিল কুসালে। কুসেল কোয়ালিফাইং রাউন্ডে ৫৯০ স্কোর করে সপ্তম স্থানে শেষ করেছিলেন।
East Bengal: ইংল্যান্ডের মাটিতে নজর কাড়তে পারেন ইস্টবেঙ্গলের সুমন
View this post on Instagram
ঐশ্বর্য প্রতাপ সিং তোমর প্রথম দুই রাউন্ডের পরে ৮ নম্বরে ছিলেন, তবে স্ট্যান্ডিং শুট শেষ হওয়ার পরে তিনি ৮ তম স্থান থেকে ১১ তম স্থানে নেমে যান। এই রাউন্ডে কেবল শীর্ষ ৮ শুটাররা ফাইনালে পৌঁছায়। এমন পরিস্থিতিতে ফাইনালে জায়গা করে নিতে পারেনি ঐশ্বর্য।
East Bengal-Mohun Bagan: কুয়াদ্রত-মোলিনা দু’জনের গলায় একই সুর!
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে উঠেছেন ভারতের তারকা শুটার স্বপ্নিল কুশলে। কোয়ালিফিকেশন রাউন্ডে ৫৯০ স্কোর করে সপ্তম স্থানে শেষ করেন তিনি। কোয়ালিফিকেশন রাউন্ড থেকে সেরা আট ফাইনালে পৌঁছেছে। স্বপ্নিল আগামীকাল পদকের লড়াই করবেন।