বুধে বাতিল থাকছে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের ভাড়া ফিরিয়ে দেওয়া হবে। আগামী ৩১ জুলাই বুধবার ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও বাংলাদেশ রেলের পক্ষ থেকে ভারত সরকারকে ৩১ জুলাই পরিষেবা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল ।
নজির গড়ল দেশের আয়কর বিভাগ, বাড়ছে রিটার্ন জমার সময়সীমা?
সেই আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ওইদিনের টিকিটের পুরো অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল ৷ তবে সেক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত। রেল সূত্রে জানা গিয়েছে কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে । শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই এটি প্রদান করা হবে ৷আরও জানা গিয়েছে যে টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে । টিডিআর ইস্যু করা হবে না ।
কয়েকগুণ বাড়ল ভারতীয় সেনার চিন্তা! প্যাংগং হ্রদে চিনা সেতুতে চলছে যান
প্রসঙ্গত কোটা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। এখন সেই পরিস্থিতি কিছুটা হলেও শান্ত। ঝরেছে শতাধিক প্রাণ। বিক্ষোভ-প্রতিবাদে গোটা দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তর। এই আন্দোলনকে হিংসাত্মক করে তোলা ও শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি-জামাতের মতো সমমনস্ক দলগুলোর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিএনপি-জামাত-ছাত্রদলকে জঙ্গি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামি লিগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।