লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেল, হেল্পলাইন নম্বর চালু করল রেল

ফের রেল দুর্ঘটনা (Howrah Mumbai Mail)! এবার হাওড়া থেকে মুম্বই যাওয়ার পথে লাইনচ্যুত ১২৮১০ হাওড়া-মুম্বই মেল। ২০টি বগি লাইনচ্যুত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।…

ফের রেল দুর্ঘটনা (Howrah Mumbai Mail)! এবার হাওড়া থেকে মুম্বই যাওয়ার পথে লাইনচ্যুত ১২৮১০ হাওড়া-মুম্বই মেল। ২০টি বগি লাইনচ্যুত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহত হয়েছে বহু যাত্রী। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আপাতত জোরকদমে চলছে উদ্ধারকাজ। হেল্পলাইন নম্বর চালু করেছে রেল।

হেল্পলাইন নম্বর

   

টাটানগর : 06572290324

চক্রধরপুর: 06587 238072

রাউরকেল্লা: 06612501072, 06612500244

হাওড়া: 9433357920, 03326382217

রাঁচি: 0651-27-87115.

হাওড়া হেল্প ডেস্ক: 033-26382217, 9433357920

শালিমার হেল্প ডেস্ক: 6295531471, 7595074427

খড়গপুর হেল্প ডেস্ক: 03222-293764

ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, মুম্বই হেল্পলাইন অটো নম্বর: 55993

হাওড়া-মুম্বই মেলের ২০টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের আশঙ্কা

পি এবং টি 022-22694040

মুম্বই: 022-22694040

নাগপুর: 7757912790

প্রাপ্ত তথ্য অনুসারে, হাওড়া থেকে মুম্বইগামী মুম্বই মেল সোমবার রাত ১১:০২ মিনিটে টাটানগরে পৌঁছনোর কথা ছিল। কিন্তু ট্রেনটি ২:৩৭ মিনিটে টাটানগর পৌঁছয়। দুই মিনিট থামার পর পরবর্তী স্টেশন চক্রধরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু তার আগেই রাত ৩টে ৪০ মিনিট নাগাদ বাদাবাম্বোর কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ডাউন লাইন থেকে আসা পণ্যবাহী ট্রেনের সঙ্গে হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল তা থেকে অনুমান করা যায় এটা দেখে যে মুম্বই মেলের অনেকগুলি বগি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে এবং অনেকগুলি দ্রুতগতির কারণে মাঝপথে উল্টে গিয়েছে। 

ফের রেল দুর্ঘটনা! হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হয়ে আহত বহু যাত্রী

এই দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হওয়ার আশঙ্কা রয়েছে। চক্রধরপুর বিভাগের সিনিয়র ডিসিএম আদিত্য কুমার চৌধুরী এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই দুর্ঘটনার পর হাওড়া-মুম্বই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, দুর্ঘটনার পর পণ্যবাহী ট্রেন ও মেল ট্রেনের বগিগুলো বিস্তীর্ণ দূরত্বে ছড়িয়ে পড়ায় তৃতীয় লাইনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে ওভারহেড লাইন, পিলার এবং ট্রেনের ট্র্যাকগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

মধ্যবিত্তের হেঁশেলে আগুন, আকাশছোঁয়া দাম সবজি-মাছ-মাংসের

দুর্ঘটনার পর, টাটানগর এবং চক্রধরপুর স্টেশন থেকে ত্রাণ ট্রেনগুলি ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনার তদন্তে ইঞ্জিনিয়ারিং বিভাগের টিমও পাঠানো হয়েছে।