সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ! মুখ পুড়ল নীতীশ কুমারের

সোমবার সুপ্রিম কোর্টের রায়ে মুখ পুড়ল নীতীশ সরকারের। বিহারের পিছিয়ে পড়া শ্রেণী (Bihar quota) সংরক্ষণ আইন নিয়ে পাটনা হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।…

সোমবার সুপ্রিম কোর্টের রায়ে মুখ পুড়ল নীতীশ সরকারের। বিহারের পিছিয়ে পড়া শ্রেণী (Bihar quota) সংরক্ষণ আইন নিয়ে পাটনা হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত কিছুদিন আগে বিহারের সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল পটনা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সরকার পক্ষ। তবে হাই কোর্টের সিদ্ধান্তের উপর কোনও স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত।

Advertisements

নজরে মহিলাদের সম্পত্তি, ২০ জন’কে বিয়ে করে অবশেষে শ্রীঘরে ঠগ

   

গত বছরের শেষের দিকে বিহার বিধানসভায় পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণ আসন ১৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছিল। বিহার সরকার তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চ শিক্ষার জন্য এবং সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা পাওয়া যেত। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ যুক্ত করে, মোট ৭৫ শতাংশ সংরক্ষণ থাকছিল সংশোধিত আইনে। তবে চলতি বছরের ২০ জুন পটনা হাই কোর্ট ওই আইন বাতিলের নির্দেশ দিয়েছিল।

Advertisements

প্রিয় পোষ্যকে নিয়ে কীভাবে করবেন ট্রেন সফর? জানুন ভারতীয় রেলের নিয়ম

পাটনা হাইকোর্ট এই বিলকে সংবিধান বিরোধী বল ঘোষণা করেছিল। শুধু তাই নয়, এই বিলের মাধ্যমে সকলের সমানাধিকারের আইন খর্ব করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এই ক্ষেত্রে সনবিধানের ১৪, ১৫ এবং ১৬ নম্বর ধারাও উল্লেখ করে এই বিলকে স্থগিত রাখা হয়। কোনও অবস্থাতেই ৫০ শতাংশ সংরক্ষণের ঊর্ধ্বসীমা লঙ্ঘন করতে পারে না রাজ্য। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিহার সরকার।