রবিবার প্যারিস অলিম্পিকে (Paris Olympics) ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন ভারতের তারকা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিকে ভারতের পদক জয়ের খাতাও খুলেছেন তিনি। সাফল্য পাওয়ার পর নিজের মতামত প্রকাশ করেছেন মনু ভাকের। ফাইনাল ম্যাচ চলাকালীন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের পরামর্শ মাথায় রেখেছিলেন মনু। তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল তাঁর কাজে মনোনিবেশ করতে বলেছিলেন। পদক জেতার পর মনু বলেছেন, ‘গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু নিজের কাজে মনোনিবেশ করতে বলেছিলেন। আমার মনে এই পরামর্শ গেঁথে ছিল। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দিয়েছে।’
Manu Bhaker: ঐতিহাসিক! প্যারিস অলিম্পিকে প্রথম পদক জিতল ভারত
টোকিও অলিম্পিকে ব্যর্থতার পর হতাশার কথাও জানান মনু ভাকের। টোকিও অলিম্পিকে হতাশার পর মানু নতুন করে ঘুরে দাঁড়িয়েছিলেন। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য লাইমলাইট থেকে নিজেকে দূরে রেখেছিলেন, পুরো মনোযোগ দিয়েছিলেন খেলার প্রতি। ফলে ২০ বছরে প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিকের ফাইনালে ওঠার নজিরই শুধু নয়, পদকও জিতলেন তিনি।
তাঁর কথায়, “টোকিও অলিম্পিক আমার জন্য হতাশজনক ছিল। কিন্তু সে সব এখন অতীত। এই পদক আমাদের সবার। টিমওয়ার্কের জোরেই সাফল্য এসেছে। ভারতের হয়ে পদক জেতার জন্য আমি একটি মাধ্যম মাত্র…আমরা কঠোর পরিশ্রম করেছি। বাকিটা ভাগ্য ও ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। আমরা যতটুকু পারি করব।’
সকালে কলকাতায় পৌঁছে বিকেলেই Mohun Bagan তাঁবুতে মোলিনা
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন মনু ভাকের। দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে শ্যুটিংয়ে অলিম্পিকে পদক জিতেছেন তিনি। ২২১.৭ পয়েন্ট নিয়ে অল্পের জন্য রৌপ্য পদক হাতছাড়া করেছেন। সোনা ও রুপোর পদক পেয়েছেন কোরিয়ান শ্যুটাররা।