Paris Olympic: ইরানের মদতে অলিম্পিকে ‘রেল নাশকতা’ অভিযোগ, বিপর্যস্ত ফ্রান্স

অলিম্পিক (Paris Olympic) উদ্বোধনী অনুষ্ঠানের কিছু আগে ফরাসি রেল ব্যস্থায় ‘নাশকতা’ ঘিরে বিশ্ব তোলপাড়। অলিম্পিক নগরী প্যারিসের আসার একাধিক রেল লাইনে হামলা ও আগুন ধরানোর…

অলিম্পিক (Paris Olympic) উদ্বোধনী অনুষ্ঠানের কিছু আগে ফরাসি রেল ব্যস্থায় ‘নাশকতা’ ঘিরে বিশ্ব তোলপাড়। অলিম্পিক নগরী প্যারিসের আসার একাধিক রেল লাইনে হামলা ও আগুন ধরানোর ঘটনায় ফ্রান্স সরকার শিহরিত। AFP জানাচ্ছে, হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে। তবে এগুলোর মধ্যে বেশির ভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে এই ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেয়া গেছে। 

Advertisements

অলিম্পিকে এই ‘রেল নশকতা’ ঘিরে এবার চাঞ্চল্যকর দাবি করল ইজরায়েল সরকার। দেশটির বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দাবি করেন, ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলায় ইরানের হাত রয়েছে। তিনি লিখেছেন, প্যারিস অলিম্পিক সামনে রেখে ফ্রান্সজুড়ে রেলওয়ে পরিকাঠামোর ওপর যে নাশকতা হয়েছে, তা ইরানের মদদে কট্টর ইসলামপন্থিরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

   

Paris Olympics: ভারতের জন্য গর্বের মুহুর্ত, খেলোয়াড়রাও বিস্মিত

Advertisements

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইজরাইলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম, ইরানিরা অলিম্পিকের ইজরায়েলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। ইজরায়েলের বিদেশমন্ত্রী আরও দাবি করেন ফ্রান্সের বিদেশমন্ত্রী স্তেফান সেজোর্নকে সতর্ক করা হয়েছিল। অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান সরকার।

এদিকে রেল পরিষেবায় একাধিক হামলার জেরে ফ্রান্স সরকার পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্যারিসে নিরাপত্তার জোরদার করেছে। তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগের সিরিজ হামলায় ফরাসি সরকার আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করেনি।