ভারতীয় ক্রিকেট দলে যোগ দিলেন প্রাক্তন ডাচ ক্রিকেটার রায়ান টেন ডেসকাট (Ryan ten Doeschate)। টিম ইন্ডিয়ার সহকারী কোচ হয়েছেন রায়ান, হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে কাজ করবেন।
Jasprit Bumrah: হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে নীরবতা ভাঙলেন বুমরাহ
আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ভারতীয় দল। দুই দলের মধ্যে ম্যাচটি হবে পাল্লিকালে। টি-টোয়েন্টি ম্যাচের আগে পাল্লিকালে টিম ইন্ডিয়ার অনুশীলনের সময় দেখা গিয়েছে রায়ান টেন ডেসকাটকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফের অংশ ছিলেন এই ডাচ ম্যান।
কেকেআরে গৌতম গম্ভীর ছিলেন দলের মেন্টর, যাঁর তত্ত্বাবধানে কেকেআর আইপিএল খেতাব জিতেছিল। এ ছাড়া টিম ইন্ডিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ করা হয়েছে। রায়ান টেন ডেসকাট ছাড়াও টিম ইন্ডিয়ার সহকারী কোচ হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার। এর আগে গৌতম গম্ভীরের সঙ্গে কেকেআর দলের সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন অভিষেক নায়ার।
বোলিং কোচ এখনও টিম ইন্ডিয়ায় নিয়োগ করা হয়নি। মনে করা হচ্ছে, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মরনে মরকেলকে। তবে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যোগ দেননি তিনি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে গৌতম গম্ভীরের সঙ্গেও কাজ করেছেন মরকেল। এছাড়া টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন টি দিলীপ।
Gautam Gambhir and Ryan ten Doeschate together during practice session in Sri Lanka.
– COACH & ASSISTANT COACH OF INDIA…!!!! 🇮🇳#INDvsSL #INDvsBAN pic.twitter.com/8GSNxJwJUU
— Hari Sarswat (@harisarswatt) July 26, 2024
অলিম্পিক শুরুর আগে ‘রেল নাশকতা’, প্যারিসের ট্রেন চলাচল বিপর্যস্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ায় অনেক বড় পরিবর্তন হয়েছে। নতুন কোচের পাশাপাশি নতুন টি-টোয়েন্টি অধিনায়কও পেয়েছে দল। শ্রীলঙ্কা সফর থেকে টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা।