জলের দামে 336 দিনের প্যাক আনল BSNL, থাকছে আনলিমিটেড কলিং-ডেটা

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই গোটা দেশে 4G পরিষেবা চালু করবে BSNL। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় 4G পরিষেবা দিয়ে থাকে সরকারি টেলিকম কোম্পানিটি। সম্প্রতি…

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই গোটা দেশে 4G পরিষেবা চালু করবে BSNL। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় 4G পরিষেবা দিয়ে থাকে সরকারি টেলিকম কোম্পানিটি। সম্প্রতি দেশের সবকটি বেসরকারি টেলিকম সংস্থা রিচার্জের রেট এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছে। ফলে লক্ষ লক্ষ মানুষ এখন BSNL-এর দিকে ঝুঁকছেন।

এই বিষয়টি মাথায় রেখেই ধামাকাদার প্যাক আনল বিএসএনএল। 336 দিনের এই প্যাকে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রচুর ডেটাও পাওয়া যাচ্ছে। অন্য সংস্থাগুলি যেখানে রিচার্জের রেট বাড়িয়েছে, সেখানে বিএসএনএল কিছু রিচার্জের রেট কমিয়েছে। বাজার ধরার জন্য কিছু আকর্ষনীয় নতুন প্যাকও লঞ্চ করেছে।

   

336 দিনের জন্য সবচেয়ে সস্তা প্ল্যান

BSNL-এর 336 দিনের প্ল্যান রয়েছে, যাতে সারা দেশে যে কোনও নম্বরে ব্যবহারকারীরা বিনামূল্যে কল করতে পারেন। এই প্ল্যানটি ইনকামিং এবং আউটগোয়িং কলের সঙ্গে দিল্লি এবং মুম্বইতে ফ্রি রোমিংয়ের সুবিধাও প্রদান করে। BSNL-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানটির দাম 1,499 টাকা। এছাড়াও, আপনি এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 100টি বিনামূল্যের SMS-এর সুবিধাও পাবেন।

গোপনে আপনার কথা শুনছে গুগল,  জেনে নিন এই গোপনীয়তা বন্ধ করার উপায়

BSNL-এর এই প্ল্যানে প্রাপ্ত ডেটা সম্পর্কে বলা প্রয়োজন। এই প্ল্যানে ব্যবহারকারীদের মোট 24GB ডেটা দেওয়া হয়। এই ডেটা যে কোনও সময় যে কোনও পরিমাণে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ, কোনও দৈনিক বা মাসিক সীমা ছাড়াই গ্রাহকরা এটি ব্যবহার করতে পারেন। এই প্ল্যানের পাশাপাশি অতিরিক্ত ডেটা কিনতে পারেন। ভাউচার ব্যবহার করে ডেটা কেনা যেতে পারে।

বেসরকারি কোম্পানির ব্যয়বহুল রিচার্জ

বেসরকারী টেলিকম সংস্থাগুলির বেশ কিছু দীর্ঘ মেয়াদী প্ল্যান রয়েছে। জিও ব্যবহারকারীদের 336 দিনের প্ল্যানের জন্য 1,899 টাকা খরচ করতে হয়। ডেটা এবং কলিং সংক্রান্ত সুবিধা BSNL-এর মতোই। অর্থাৎ, যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কলিং এবং 24GB ডেটার সুবিধা দেওয়া হয়। কিছু ওটিটির সাবস্ক্রিপশনও মেলে বিনামূল্যে। বছরে 3600টি এসএমএস-ও পাওয়া যায়।

Vivo V40 Pro হবে ভারতের সবচেয়ে পাতলা স্মার্টফোন, সঙ্গে থাকছে চারটি 50MP ক্যামেরা

অন্যদিকে বাকি দুই বেসরকারি সার্ভিস প্রোভাইডার Airtel এবং Vi তাঁদের ব্যবহারকারীদের জন্য 336 দিনের কোনও প্ল্যান অফার করে না। এই দুটি কোম্পানিই 1,999 টাকায় 365 দিনের বৈধতার একটি প্ল্যান অফার করছে। এই প্ল্যানে, ব্যবহারকারীরা মোট 24GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পান। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন 100টি বিনামূল্যে SMS-এর সুবিধা পাবেন।