শহরের ব্যস্ত দিনে থমকে মেট্রো পরিষেবা! যান্ত্রিক ত্রুটি বলে দায় সারল রেল

ফের আবার মেট্রো বিভ্রাট (Kolkata Metro)। শহরের ব্যস্ত দিনে আবার থমকে মেট্রো পরিষেবা। ডাউন লাইনে দক্ষিণশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। তবে ময়দানের পর থেকে…

36 Metro Services to Be Reduced in One Go: Check the New Timetable

short-samachar

ফের আবার মেট্রো বিভ্রাট (Kolkata Metro)। শহরের ব্যস্ত দিনে আবার থমকে মেট্রো পরিষেবা। ডাউন লাইনে দক্ষিণশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। তবে ময়দানের পর থেকে আপাতত পরিষেবা বন্ধ রয়েছে। ফলে শুক্রবার ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। জানা গিয়েছে যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে।

   

ফের বাংলার নজির, বাড়িতে বসেই এবার রেশন কার্ড আপডেট

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যকে জানিয়েছেন, শুক্রবার যান্ত্রিক গোলযোগের কারণে একটি মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের সেখান থেকে সরিয়ে মেট্রোটি কালীঘাট স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলছে। বাকি স্টেশনে পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাজেটেও মিথ্যাচার? মোবাইলের দাম কমবে না, দাবি মোদী সরকারের আধিকারিকের

আরও জানা গিয়েছে, শুক্রবার বেলা পৌনে ১ টা নাগাদ দমদমগামী একটি মেট্রো আটকে পড়ে রবীন্দ্র সরোবরে। সূত্রের খবর, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণে থমকে যায় রেকটি। তড়িঘড়ি মেট্রোর তরফে রেকটিকে ফাঁকা করে দেওয়া হয়। বিকল্প পদ্ধতি ব্যবহার করে সেটিকে নিয়ে যাওয়া হয় উত্তম কুমার স্টেশনে। প্রায় ৩০ মিনিট পর স্বাভাবিক হয় ডাউন লাইনে মেট্রো চলাচল।

মেট্রো যাত্রীদের বক্তব্য, ডাউন লাইনে গোলযোগের কারণে আপ লাইনেও মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটছে। ট্রেন ধীরে চলছে। নেতাজি স্টেশন থেকেই ট্রেন পর পর দাঁড়িয়ে পড়েছিল। অন্তত ১৫ থেকে ২০ মিনিট বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। ফলে স্টেশনে স্টেশনে ভিড় বাড়তে থাকে।