CPIM: দৃষ্টিহীন নেতাকে জেলা সম্পাদক করে বিরলতম নজির সিপিআইএমের

কেরলে সরকার আছে আর তামিলনাডুতে ডিএমকে নেতৃত্বে সরকারি জোটের শরিক। গত লোকসভা ভোটে এই রাজ্য থেকেই সাংসদের নির্বাচিত করিয়ে মানরক্ষা করেছে সিপিআইএম (CPIM) ও বামেরা।…

CPIM: দৃষ্টিহীন নেতাকে জেলা সম্পাদক করে বিরলতম নজির সিপিআইএমের

কেরলে সরকার আছে আর তামিলনাডুতে ডিএমকে নেতৃত্বে সরকারি জোটের শরিক। গত লোকসভা ভোটে এই রাজ্য থেকেই সাংসদের নির্বাচিত করিয়ে মানরক্ষা করেছে সিপিআইএম (CPIM) ও বামেরা। সেই তামিল রাজ্যে নজির গড়ে দৃষ্টিহীনকে জেলা সম্পাদক করল সিপিআইএম।

চেঙ্গলপাট্টু জেলার সিপিআইএম নেতা বিএস ভারতী আন্না দৃষ্টিহীন। তিনি জেলা সিপিআইএম সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী ছিলেন বিএস ভারতী আন্না। চেন্নাইয়ের ডঃ আম্বেদকর গভর্নমেন্ট ‘ল’ কলেজ স্নাতক হন তিনি। আইনজীবী বিএস ভারতী আন্না সিপিআইএমের অস্পৃশ্যতা দূরীকরণ ফ্রন্টের সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন।

তামিলনাডু রাজ্য সিপিআইএমের তরফে জানানো হয়েছে, তিন বছর বয়স পর্যন্ত দেখতে পেতেন ভারতী আন্না। বয়স বাড়ার সাথে সাথে তার চোখের দৃষ্টি শক্তি কমতে থাকে। ২০১৪ সালে তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন পড়েন। ফলে তার নানান সামাজিক কাজে প্রতিকূলতা সৃষ্টি হয়। দৃষ্টিহীন হওয়ার ফলে দলীয় কাজে ব্যাঘাত ঘটতে পারে ভেবে তিনি পদত্যাগ করেন।

Advertisements

এরপর শুরু হয় তাঁর অন্য লড়াই। প্রযুক্তির সাহায্যে প্রতিকূলতা হারিয়ে তিনি ফের রাজনৈতিক কাজে নেমে পড়েন। তাঁকে শারীরিক প্রতিবন্ধীদের জন্যও কাজের ক্ষেত্রে নিযুক্ত করে সিপিআইএম। তিনিই এখন অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।

তামিলনাড়ু তো বটেই দেশের অন্যত্র রাজনৈতিক ইতিহাসে দৃষ্টিহীন ব্যক্তি জেলাস্তরের সম্পাদক নির্বাচিত হয়েছেন এমন ঘটনা বিরলতম। রাজনৈতিক মহলের আলোচনা, সিপিআইএমের এটি একট যুগান্তকারী পদক্ষেপ।