ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাস! আবারও ছাত্র নিগ্রহের অভিযোগে খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল। একটি ল্যাপটপ চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হস্টেলের এক ছাত্রকে মানসিক নিগ্রহের অভিযোগ উঠল। জানা গিয়েছে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বিশ্বজিৎ প্রামাণিক নামক এক ছাত্রকে। নিগৃহীত ছাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া।
রাজ্যের জমি অধিগ্রহণে অনীহা, বাংলায় রেল প্রকল্পে ঢিলেমির কারণ: রেলমন্ত্রী
বুধবার মেইন হস্টেলের এক পড়ুয়ার ল্য়াপটপ চুরি হয়েছে বলে অভিযোগ করে ওই হস্টেলেরই একাংশ ছাত্র। ছাত্রের পরিবারের অভিযোগ, জোর করে ওই ল্যাপটপ চুরির মুচলেকা লেখানো হচ্ছিল বিশ্বজিৎকে দিয়ে। তখনই অসুস্থ হয়ে পরে ল্যাপটপ চুরিতে অভিযুক্ত ছাত্র। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মেডিক্যাল অফিসার। অভিযোগ, তাঁকেও বাধার মুখে পড়তে হয়। এমনকী, হস্টেল থেকে অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরে পড়ুয়ারা।
হারের হতাশা থেকে বাংলা-ভাগ, নাকি নেপথ্যে বিজেপির অন্য কোনও অভিসন্ধি?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মিতালি দেব বলেন, ‘আমি গিয়েছিলাম, ব়্যাগিং নয়। একটি ছেলে অসুস্থ এবং ভয় পাচ্ছে শুনে গিয়েছিলাম। গিয়ে দেখি সত্যি অসুস্থ হয়ে পড়েছে। কোনও নিগ্রহ হয়নি। তবে ঘিরে ধরে বসেছিল বাকিরা। উত্তপ্ত আলোচনা চলছিল। আমি পরে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে ভর্তি করাই’।
প্রসঙ্গত যাদবপুরের মেন হস্টেলে কিছুদিন আগেই ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। এক ছাত্রের মৃত্যু ঘিরে শিরোনামে উঠে এসেছিল যাদবপুরের মেন ক্যাম্পাসের হস্টেল। ওই ঘটনায় এখনও কয়েকজন জেলে রয়েছেন। তারপর আবার ওই হস্টেলেই এমন ঘটনা ঘটায় গুরুত্ব সহকারে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।