গত চব্বিশ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার সেনা জঙ্গির গুলির লড়াইয়ের খবর পাওয়া গেল উপতক্যা থেকে। এনডিটিভি জিজিটালে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে ভারতীয় সেনা বাহিনী এক জঙ্গিকে নিকেষ করেছে এবং বাকিদের খোঁজে চলছে বিশেষ তল্লাশি অভিযান। জম্মু কাশ্মীরের কুপওয়ারা উপতক্যায় গত চব্বিশ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। যদিও এই সংঘর্ষে এক জওয়ান জখম হয়েছে বলে খবর।
#WATCH | Jammu and Kashmir: Joint search operation launched by Indian Army and J&K Police in general area Kowut, Kupwara.
In the ensuing firefight, one terrorist was eliminated and an NCO was injured. pic.twitter.com/Lrt9usl1Kq
— ANI (@ANI) July 24, 2024
প্রসঙ্গত গত মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন। এই ঘটনাটি ঘটে সীমান্তবর্তী এলাকার পুঞ্চ জেলায়। এই ঘটনার পরেই ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করে। তাঁদের কাছে গোপন সূত্রে খবর পোঁছায় যে কয়েকজন জঙ্গি সীমান্তবর্তী এলাকায় গা ঢাকা দিয়ে আছে। কুপওয়ারা কুয়াতে কয়েকজন জঙ্গির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ চুপিসারে অভিযানে নামে। তবে গত মঙ্গলবার থেকে নয়, তারও আগে থেকে ভারতীয় সেনাবাহিনী জঙ্গি নিকেষ করতে বিশেষ অভিযান চালাচ্ছিল বলে খবর।
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, ২৪ তারিখ সকালে বিশেষ সূত্র মারফৎ খবর পেয়ে তাঁরা অভিযানে নামে। অভিযানের নেমে তাঁরা জঙ্গিদের খোঁজ পেয়ে গুলিবর্ষণ করে। জঙ্গিদের তরফ থেকেও পাল্টা গুলি চালানো হয়েছে। এই গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে এবং এক জওয়ান আহত হয়েছে। তাঁদের তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।