কেন্দ্রীয় বাজেট নিয়ে বিস্ফোরক দেবাংশু

কেন্দ্রীয় বাজেট নিয়ে বিস্ফোরক তৃণমূলের সোশাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বাজেট ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন…

কেন্দ্রীয় বাজেট নিয়ে বিস্ফোরক তৃণমূলের সোশাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বাজেট ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দেবাংশু। তাঁর কটাক্ষ, এই বাজেট শুধুমাত্র বিহার, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গনার জন্য।

   

শুভেন্দু অধিকারীর মন্তব্যও টেনে আনেন দেবাংশু। এক্স হ্যান্ডেলে তাঁর মন্তব্য, এই বাজেট প্রমাণ করে যে মোদীও শুভেন্দু অধিকারীর আদর্শ অনুসরণ করেন যিনি বলেছিলেন, ‘জো হমারে সাথ, হাম উনকা সাথ।’ শুধু বিহার ও অন্ধ্রর জন্য বাজেট।

বিহার এবং অন্ধ্র প্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নীতীশ কুমারের বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অন্ধ্র প্রদেশের জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।

আরও দরাজ মমতা, এবার পুজো অনুদান বেড়ে ৮৫ হাজার টাকা

কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, একটি ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর উপস্থাপিত এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ। বেকারত্ব, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মতো জরুরি বিষয়গুলি মোকাবিলা করার পরিবর্তে সরকার ভাঙার প্রাক মুহূর্তে বিজেপি তার জোট শরিকদের ঘুষ দেওয়ার জন্য একটি বাজেট পেশ করেছে।

বাংলার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলায় বিজেপির ১২ জন সাংসদ রয়েছেন। এই বাজেট কী তার উপহার? বাংলাকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন-জো হমারে সাথ, হাম উনকে সাথ। আজকের বাজেটে সেই মন্তব্য প্রমাণ হয়ে গেল।

Narendra Modi: কৃষক-গরিবদের শক্তিশালী করবে এই বাজেট, মন্তব্য মোদীর