রেল নিরাপত্তা বিশবাঁও জলেই, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জয়পুর এক্সপ্রেস

ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরও একটি যাত্রীবাহী ট্রেন। রবিবার রাতে রাজস্থানের দুঙ্গারপুর এলাকায় ছুটে আসছিল অশর্ভ-জয়পুর এক্সপ্রেস। সেই সময় রাজস্থানের দুঙ্গারপুরের কাছে…

Indian Railway

ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরও একটি যাত্রীবাহী ট্রেন। রবিবার রাতে রাজস্থানের দুঙ্গারপুর এলাকায় ছুটে আসছিল অশর্ভ-জয়পুর এক্সপ্রেস। সেই সময় রাজস্থানের দুঙ্গারপুরের কাছে রবিবার রাতে রেললাইনের ওপর বেশ কিছু লোহার রড পড়ে থাকতে দেখেন চালক। দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। তারপরই তিনি বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদের জানান। খবর দেওয়া হয় দুঙ্গারপুর স্টেশনেও। সেখান থেকে রেলকর্মীরা এসে লোহার রডগুলি সরিয়ে রেললাইন পরিষ্কার করে দেন।  

Narendra Modi: কৃষক-গরিবদের শক্তিশালী করবে এই বাজেট, মন্তব্য মোদীর

   

রেলসূ্ত্রে জানানো হয়েছে, রবিবার রাত ১১ টা নাগাদ দুঙ্গারপুর স্টেশন ছাড়ে জয়পুর এক্সপ্রেস। স্টেশন থেকে চার কিলোমিটার যাওয়ার পর ট্রেনের চালক রেললাইনের উপর সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। তারপর ট্রেন থেকে নেমে দেখান রেলাইনের উপর বেশ কয়েকটি লোহার রড ফেলা রয়েছে। সেই রডের উপর গিয়ে ট্রেন গেলে দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদিও চালকের তৎপরতায় যাত্রীরা এই যাত্রায় বেঁচে গিয়েছেন।

মিলল না টিকিটে ছাড়, বাজেট দেখে হতাশ কোটি কোটি প্রবীণ নাগরিক

সম্প্রতি গত জুন মাসে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনে ব্যাপক দুর্ঘটনার সন্মূখীন হয়। উল্টোদিক থেকে মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেসকে। ঘটনায় মৃত্যু হয়েছে বহু যাত্রীর। মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ট্রেনের পেছনের দুটি কামরাও লাইনচ্যুত হয়েছে। ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ে রেল নিরাপত্তা। সংসদে ঘনঘন রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীর ইস্তফা চেয়েও সরব হন বিরোধীরা।