আজ ২৩ জুলাই সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। আর সপ্তমবারের মতো এই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন সরকার গঠনের পর বেলা ১১টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি অর্থমন্ত্রীর টানা সপ্তম বাজেট। এবার বাজেটে মহিলা, যুবক ও কৃষকদের ওপর গুরুত্ব দেখা যেতে পারে। মধ্যবিত্তরাও কর ছাড় পেতে পারেন। পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price)-এর দাম নিয়েও অর্থমন্ত্রী কিছু স্বস্তির খবর শোনাতে পারেন আশাবাদী দেশবাসী।
প্রথমে মন্ত্রলে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান, সেখানে রাষ্ট্রপতি তাকে দই ও চিনি খাওয়ান। এরপরই সংসদ ভবনে পৌঁছন তিনি। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বাজেটও পেশ করবেন অর্থমন্ত্রী।
এদিকে বাজেটের আগে সাধারণ মানুষের মধ্যে এক সার্ভে করা হয়েছিল। আর এই সমীক্ষায় প্রায় ১০ লাখ ব্যবহারকারী এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন। ৮৬ শতাংশ বলেছেন, এ বার আয়করের স্ল্যাবে বদল আনা উচিত। ৪৫ শতাংশ ব্যবহারকারী বলেছেন, প্রবীণ নাগরিকদের রেলের টিকিটে ছাড় না দিয়ে সরকারের উচিত সুযোগ-সুবিধা উন্নত করা। ৮২ শতাংশ মানুষ বলছেন পেট্রোল -ডিজেলকে জিএসটির আওতায় আনা উচিৎ।
এদিকে কিষান সম্মাব নিধির টাকার পরিমান পরিমাণ ৬ হাজার থেকে বেড়ে ৮ হাজার হতে পারে, ৯ কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। 80C পাওয়া পাওয়া কর ছাড় ১.৫ লক্ষ থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা যেতে পারে, ২ কোটিরও বেশি করদাতা উপকৃত হতে পারেন।