যেন ভূমিকম্পের ধাক্কা লেগেছে বিজেপির ভিতরে। সকালে মন্ত্রীর দলবদল, বিকেলে আরও বড় ধাক্কার সংবাদ এসে গেল উত্তর প্রদেশ ভোটের (UP Election 2022) আগে। এবার বোমা ফাটালেন এনসিপি নেতা শারদ পাওয়ার।
পাওয়ার জানিয়েছেন, অন্তত ১৩ জন বিজেপি বিধায়ক দলত্যাগ করতে চলেছেন। তাঁর মন্তব্যের পরে লখনউ সরগরম। কারণ, শারদ পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতিতে বারবার পাশার দান উল্টে দিয়েছেন। তিনি জাতীয় রাজনীতিতে প্রভাব রাখেন। পাওয়ারের মন্তব্যের পর উত্তরপ্রদেশের রাজনীতিতে আরও তুলকালাম পরিস্থিতি।
নির্বাচনে টিকিট দেওয়া নিয়ে গোঁসা চরমে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার হেভিওয়েট স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করেন। তিনি যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। তাঁকে দলে স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। সূত্রের খবর, আরও সাত বিধায়ক সরাসরি স্বামীর সঙ্গে যোগাযোগ করেছেন।
বিজেপির ক্রাইসিস টিম যখন সাত বিদ্রোহী বিধায়ককে চিহ্নিত করে তাদের মান ভাঙাতে ব্যাস্ত, ঠিক তার আগেই শারদ পাওয়ারের দাবি ১৩ জন পদত্যাগ করবেন। এরা সবাই সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন।
বিধানসভা ভোটের আগে সমাজবাদী পার্টির জনসমর্থন বৃদ্ধি ও বিজেপির সমর্থন কমার ইঙ্গিত এসেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমর্থন কমতে শুরু করেছে।