Assam: জঙ্গি হামলায় অসমের গ্রামে মৃত্যু, মণিপুরেও সতর্কতা

ভারতের উত্তর-পূর্বে ফের চলল গুলি। অসমের (Assam) এক গ্রামে প্রাণহানি হয়েছে এমনটাই খবর সূত্রের ৷ জঙ্গি হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। সতর্ক মণিপুরও। Advertisements অসমে…

Assam: জঙ্গি হামলায় অসমের গ্রামে মৃত্যু, মণিপুরেও সতর্কতা

ভারতের উত্তর-পূর্বে ফের চলল গুলি। অসমের (Assam) এক গ্রামে প্রাণহানি হয়েছে এমনটাই খবর সূত্রের ৷ জঙ্গি হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। সতর্ক মণিপুরও।

Advertisements

অসমে ঢুকে একদল বন্দুকধারী গুলি চালায় বলে জানা যাচ্ছে। হামলাকারীরা সন্দেহভাজন নাগা জঙ্গি গোষ্ঠীর বলে জানা যাচ্ছে।

   

ঘটনাস্থল মণিপুর সংলগ্ন অসমের জিরিঘাট এলাকা। কাছাড় জেলার এই এলাকায় মণিপুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে অসমের আন্ত:রাজ্য সীমা বিবাদ চলছে।

কাছাড় জেলা পুলিশ জানাচ্ছে, জিরিঘাটের কাছে মণিপুরের দিক থেকে এসেছিল হামলাকারীরা। গুলি চালিয়ে তারা চলে গিয়েছে মণিপুরেই। এই ঘটনার জেরে মণিপুর সরকার সতর্কতা জারি করেছে। এই রাজ্যে বিধানসভা ভোট। ফলে জঙ্গি হামলার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষকরে আফস্পা আইন বাতিলের দাবিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলি হামলা চালাতে পারে।

Advertisements

অসমের কাছাড় জেলা পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, জিরিঘাটের রংমাই বস্তি গ্রামে হামলার পিছনে নাগা বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ স্পষ্ট। যে ব্যাক্তি মৃত সে একসময় বিচ্ছিন্নতাবাদী ছিল। ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

অসমের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় তিনটি জেলা কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ। এরমধ্যে কাছাড় জেলার সীমারেখার সঙ্গে পড়শি মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামের আন্ত:সীমা আছে। প্রতিটি সীমা বিতর্কিত। সম্প্রতি এই সীমা বিবাদের কারণে অসম ও মিজোরাম পুলিশের মধ্যে তীব্র গুলির লড়াই হয়েছিল। আন্ত:রাজ্য পুলিশ সংঘর্ষে অসমের একাধিক পুলিশকর্মীর মৃত্যু হয়।