অবশেষে রহস্যের সামধান হল। ২১শের মঞ্চে হাজির হলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু হাজিরই হলেন না, পুরোনো ছন্দে শুরু করলেন ব্যাটিং। গলা ছেড়ে আবার বিরোধীদের একহাত নিলেন। নিজে বিগত একমাস অন্তরালে থাকলেও, তিনি জানালেন যে ভোটের ফলের পর্যালোচনা নিয়ে ঘাঁটাঘাটি করেছেন। শুধু তাই নয়, ২১শের মঞ্চ থেকে তিনি ২৬-এর বিধানসভা ভোটের কথা মনে করিয়ে দিলেন। এখানেই শেষ নয়, বিজেপি লোকসভা ভোটে প্রতিটা কেন্দ্রে মদ খাওয়ার জন্য কত টাকা ঢেলেছে, সেই তথ্যও তিনি প্রকাশ করলেন মঞ্চ থেকে।
এইদিন তিনি মঞ্চে উঠে বলেন লোকসভা ভোটে জয়ের মূল কারিগর কারা? এই জয়ের মূল কারিগর দু’জন। এক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই, অখিলেশ যাদব। এরা নিজেদের রাজ্য থেকে বিজেপিকে ধুয়ে মুছে দিয়েছে। কিছু ক্ষণের মধ্যেই এঁরা মঞ্চে আপনাদের সামনে আসবেন। এক দেড়মাসের বিরতিতে কী করেছেন, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম।
তিনি এইদিন মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ” বিজেপি এই লোকসভা ভোটে প্রতিটা কেন্দ্রে মদ খাওয়ার জন্য টাকা বিলিয়েছে। মোট ৪০ কোটি টাকা খরচ করেছে বিজেপি।” তবে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেও, দলের নেতা-কর্মী-সমর্থকদের আরও বিনয়ী হতে আবেদন জানান অভিষেক। অভিষেক জানিয়েছেন, মানুষ বিপুল ভোটে জয়ী করে তাঁদের আশীর্বাদ করেছেন। মানুষের সেই সমর্থনকে মনের মণিকোঠায় রেখে আরও নম্র এবং বিনম্রী হতে হবে সকলকে। তৃণমূলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে মন্তব্য করেন অভিষেক।