ভোটে বিপুল জয়। মিলেছে মানুষের সমর্থন। ফলে দায়িত্ব বেড়েছে তৃণমূল জনপ্রতিনিধি, কর্মীদের। একুশের মঞ্চ থেকে দলীয় শৃঙ্খলার কথা স্মরণ করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপধ্যায়। বললেন, ‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আরও বেশি করে মানুষের কাজ করতে হবে। আরও বেশি বিনয়ী হতে হবে। আরও বেশি শৃঙ্খলাপরায়ণ হতে হবে। কারণ, বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি। জিতিয়েছে তৃণমূলকে। তাই তৃণমূল কর্মীদের দায়িত্বও আরও বেশি করে পালন করতে হবে।’
লোকসভা ভোটের পর সাময়িক বিরতির কথা জানিয়েছিলেন অভিষেক। গিয়েছিলেন বিদেশে। অনেকেই মনে করেছিলেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বিরতি নিয়েছেন। এ দিন একুশের মঞ্চে সেই প্রসঙ্গ টানেন তৃণমূল ‘সেনাপতি’। বলেন, ‘এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন।’
অর্থাৎ, দলের অন্দরে যে আগামী তিন মাসে বড় ঝাঁকুনি আসতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২১শের সকালে বড় চমক! শোরগোল ফেললেন ‘সেনাপতি’ অভিষেক!
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় বিপুল জয়ের জন্য তৃণমূলের প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপধ্যায়। বিরাট জয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পণ করেছেন অভিষেক।
গতবার ২১ জুলাইয়ে কী বলেছিলেন তা মনে করিয়ে দেন অভিষেক। বলেন, ‘বলেছিলাম, লোকসভা ভোটে মানুষের শক্তি কী দেখাব। ২৪ এর ভোটে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেখিয়েছি। ২০১৫ সালে অমিত শাহ-রা এই ধর্মতলায় ভাগ মমতা ভাগ বলেছিল, আজ বাংলার প্রতিটি এলাকা থেকে মানুষ বিজেপিকে ঝাঁটিয়ে মোদীকে উচিত শিক্ষা দিয়েছে।’
‘বিত্তমান নয়, বিবেকবান!’ বড় জয়ের পর ২১শের মঞ্চে শৃঙ্খলার পাঠ মমতার