একুশে জুলাইয়ের (21st July) ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসকে ‘ডিম ভাত দিবস’ বলে কটাক্ষ করতে দেখা গিয়েছে বিরোধীদের। রাজ্যে ক্ষমতায় আসার একটা সময়ের পর ডিম ভাত যেন একুশে জুলাইয়ের (21st July) অলিখিত মেনু হয়ে দাঁড়িয়েছে। কলকাতার বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে গত দুদিন ধরে প্রচুর সংখ্যায় তৃণমূল সমর্থক এসে উপস্থিত হয়েছেন (21st July)। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এবং প্রত্যন্ত জেলাগুলি থেকে সমর্থকেরা আগেভাগেই চলে আসেন কলকাতায়। আর তাদের জন্য খাওয়া-দাওয়ারও বন্দোবস্ত করা হয় ঢালাও। সেই মেনুতে আর কিছু থাক না থাক ডিম যেন মাস্ট।
কিন্তু একুশে জুলাই এর সকালে এই ডিম নিয়েই ডামাডোল। পাতে ডিম নেই দেখে মেজাজ সপ্তমে কিছু তৃণমূল সমর্থকদের। ধর্মতলা থেকে ঢিল ছড়া দূরত্বেই ইডেন গার্ডেন্সের ক্যাম্পে ঘটেছে এই ঘটনা। ইডেন গার্ডেন্স চত্বরে দুদিন ধরে তৃণমূলের ক্যাম্প চলছে। সেখানে খাবারেরও বন্দোবস্ত করা হয়েছিল। আর সেখানেই রবিবার সকালে খাবার নিয়ে ঝামেলা শুরু হয়।
আবেগের সুনামিতে ধর্মতলায় ৫ হাজারের টুপিও বিকোচ্ছে ঝড়ের বেগে!
প্রথমদিকের কিছু লোক পাতে ডিম পেলেও, তারপরে ফুরিয়ে যায় ডিম। ডিম না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ তখন বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ যে কয়েকজন সমর্থক রীতিমত মারমুখী হয়ে ওঠেন। যদিও ক্যাম্পের উদ্যোক্তাদের দাবি, তাদের হিসেবে তুলনায় অতিরিক্ত মানুষজন চলে এসেছেন এই ক্যাম্পে। ডিম আনা হয়েছিল হিসেব করেই।
ইডেন ক্যাম্পে সকালের খাওয়ার মেনুতে ডিম ছাড়াও ভাতের সাথে রয়েছে আলু সোয়াবিনের তরকারি, মুগের ডাল, আলু পটলের তরকারি। ফলে উপস্থিত সমর্থকদের একাংশের দাবি, খেতে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। খাবারের স্বাদও যথেষ্টই ভালো। কিন্তু তবুও একশ্রেণীর তৃণমূল কর্মী আবার ক্ষোভ প্রকাশ করছেন। একুশে জুলাইয়ের ডিম ভাতের ট্রাডিশনে বিঘ্ন ঘটায় তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন উদ্যোক্তাদের দিকেই।
এমনিতেই গত কয়েকদিন ধরেই খুচরো বাজারে ডিমের দাম উর্ধ্বমুখী। প্রায় ১৪ টাকা জোড়ায় পৌঁছে গিয়েছে ডিম। বাজার করতে যাওয়া মানুষেরা কেউ কেউ মজা করে বলছেন একুশে জুলাই এর জন্যই দাম বেড়েছে ডিমের। তার ওপরে আবার পোল্ট্রি অ্যাসোসিয়েশনের ধর্মঘটের চোখ রাঙানিতে ডিমের আকালেরও সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে লাখ লাখ ডিম জোগাড় করা হয়েছে শুধুমাত্র সমর্থকদের খাওয়ানোর জন্য। কিন্তু তা সত্ত্বেও ডিম না পেয়ে হাহাকার করছেন ইডেনের ক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা। ডিমের বদলে ডালভাতে তাদের সেই সাধ মিটিয়েই আপাতত ধর্মতলামুখী হচ্ছেন তারা।