চলতি মাসের শেষেই শুরু হবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ (Durand Cup 2024)। যেখানে অংশ নিতে চলেছে মোট ২৪টি দল। যাদের ভাগ করা হচ্ছে মোট ছয়টি গ্ৰুপে। আগের বছরের মতো এবারও একই গ্ৰুপে থাকছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস।
গ্ৰুপ ‘এ’তে তাদের সঙ্গেই থাকছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং ডাউনটাউন হিরোস এফসি। তাই গতবারের মতো এবারও গ্ৰুপ পর্বেই ডার্বির স্বাদ পেতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীরা।
আগামী ১৮ই আগস্ট ডুরান্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রধান। যেদিকে তাকিয়ে দুই প্রধানের ফুটবল অনুরাগীরা। যেটি হতে অনুষ্ঠিত হতে চলেছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু কবে ও কোথায় মিলবে ডুরান্ডের টিকিট? সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। শুক্রবার রাত থেকেই বুকমাই শো থেকে এই টুর্নামেন্টের টিকিট সংগ্ৰহ করতে পারবে ফুটবলপ্রেমীরা।
কলকাতার তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের পাশাপাশি অন্যান্য ফুটবল ক্লাব গুলির টিকিট ও পাওয়া যাবে এখানে। পাশাপাশি টিভিতে খেলা গুলি দেখতে হলে নজর রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সেখানেই সম্প্রচারিত হবে প্রত্যেকটি ম্যাচ। পাশাপাশি সোনি লিভ অ্যাপের মাধ্যমে ও মিলবে সেই সুবিধে।