ফের আমূল বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া (Weather)। জানা গিয়েছে, আগামীকাল ১৯ জুলাই নাগাদ পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর এমনই জানিয়েছে আইএমডি। আগামী ৪-৫ দিন উপদ্বীপ ও মধ্য ভারতে বর্ষা সক্রিয় থাকবে।
যদিও আজ বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের চতুর্থ কর্মব্যস্ত দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? আজ শহর কলকাতার আকাশে সকাল থেকে কালো মেঘের ঘনঘটা দেখা দিচ্ছে। তবে আবার মাঝে মধ্যে রোদেরও দেখা মিলছে। সব মিলিয়ে আজ শহরে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আলিপুর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের তিন জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতা শহরে তীব্র বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কথা বললে, আজ শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুলেটিন জারি করে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
এদিন তিলোত্তমার সর্বোচ্চ পারদ থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এরপর ২২ জুলাইয়ের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আগামীকাল ১৯ জুলাই থেকে ছবিটা পাল্টে যাবে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর-দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। এরপর ২০ জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, দুটি ২৪ পরগনা, দুটি মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Weather Warnings for West Bengal dated 17-07-2024 *Day-1 : No Warning* pic.twitter.com/DmTJ9ZNFuJ
— IMD Kolkata (@ImdKolkata) July 17, 2024