মঙ্গলবার মুক্তি পেল নষ্টনীড়ের দ্বিতীয় সিজেনের ট্রেলার (Noshtoneer Season 2) Trailer। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen), সৌম্য ব্যানার্জী (Shoumo Banerjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং রুক্মা রায় (Rooqma Roy)। এবার বছর খানেক পর এলো সিরিজটির দ্বিতীয় সিজেন।
সিরিজটির গল্প ছিল একজন অধ্যাপক ঋষভ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে। হঠাৎই একদিন তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ‘মি টু’ (Me Too) অভিযোগ আনেন এক ছাত্রী, গোধূলি বসাক। ছাত্রীটি অভিযোগ করেন যে তিনি এই অধ্যাপকের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁর সন্তানকে গর্ভে ধারণ করছেন। অধ্যাপক তাঁর ফোন না ধরলে, আত্মহত্যার চেষ্টা করেন এই ছাত্রী। এর পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই ছাত্রী। গ্রেফতার হন অধ্যাপক। অধ্যাপকের চরিত্রে ছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায় (Shoumo Banerjee)। গোধূলীর ভূমিকায় অভিনয় করেছেন অঙ্গনা রায় (Angana Roy)। এরপর সিজেনের শেষে প্রমানের অভাবে জামিন পান ঋষভ।অন্যদিকে, সত্যি জানতে পেরে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নেন অপর্ণা।
এখন থেকেই শুরু হয় দ্বিতীয় সিজিনের গল্প। ট্রেলারের শুরুতে সংসার বাঁচাতে গোধূলি পর্ব থেকে এগোতে অনুরোধ করা হয় অপর্ণাকে। অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। তবে এখনও গোধূলির মতো মহিলাদের জন্য লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ অপর্ণা। এরই সঙ্গে আদালতে চলে তাঁর বিবাহও বিচ্ছেদের মামলা।
সায়কের সঙ্গে জুটি বেঁধেছেন রাজন্যা, তবে কি রাজনীতি থেকে দূরে সরছেন তিনি?
এই মুহূর্তে গল্পে আসেন একটি নতুন মহিলা চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন উষসী রায় (Ushasi Ray)। শুরু হয় নতুন ষড়যন্ত্র। ঋষভ অভিযোগ করেন তাঁকে কেউ মারার চেষ্টা করছে। ঋষভের বাড়িতে আসে একটি ফুলের তোড়া। এই রোহসময় নারীটি যোগাযোগ ও করে অপর্ণার সঙ্গে। তাঁদের লড়াইয়ের অন্তর্গত হওয়ার জন্যএই চরিত্রটি অপর্ণার অজান্তে তাঁদের প্রতিবেশী হয়ে ওঠে । প্রশ্ন ওঠে এই মহিলা কি গোধূলিকে চিনতেন ? তিনি কি প্রতিশোধ নিতে এসেছেন ?
এই মহিলা এবার যোগাযোগ করেন ঋষভের সঙ্গে। পাঠাতে থাকেন নানান উপহার। ঋষভ অপর্ণাকে বার বার বোঝান যে গোধূলির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। এই সবের মাঝে অপর্ণার মনে পড়ে যে তিনি সন্তানসম্ভবা। ট্রেলারের শেষ দৃশ্যে বাড়ির জানলা খুলে মুখোমুখি হন অপর্ণা এবং এই রোহসময় চরিত্রটি। অপর্ণা জানতে পারেন এই মহিলা বর্তমানে তাঁর প্রতিবেশী।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজে ব্যবহৃত গান ‘যে রাতে মোর দুয়ারগুলি’। এই রবীন্দ্রসংগীতে কণ্ঠ মিলিয়েছেন অদিতি পাল। অপর্ণার জীবনের বর্তমান পরিস্থিতি ও তাঁর বিভিন্ন আবেগ তুলে ধরা হয়েছে গানটিতে। ২৬ জুলাই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নষ্টনীড়ের দ্বিতীয় সিজেন। সিরিজ পরিচালনার দায়িত্বে ফিরেছেন অদিতি রায়।