কয়েকদিন আগেই, অসুস্থতার কারণে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। পরীক্ষা করে তাঁর গল ব্ল্যাডারে পাথর পাওয়া যায়। কলকাতায় ফিরে অস্ত্রোপচার করাবার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এরপর কলকাতায় ফিরলে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং একটি তাঁর অস্ত্রোপচারও করা হয়। অভিনেত্রীর গল ব্ল্যাডারে একাধিক পাথর ধরা পড়েছিল, যার ফলে অস্ত্রোপচার করা হয়। অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল থাকায় এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠায় তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।
ঋতাভরী (Ritabhari Chakraborty) একটি নামী পত্রিকাকে জানিয়েছেন যে তাঁর শখ মিনিয়েচার বানানো। হাসপাতাল থেকে ফিরেই সেই কাজ শুরু করেছিলেন তিনি। পর পর দুদিন মিনিয়েচার বানানোর পর শঅসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর কথায়, “মিনিয়েচার বানাতে বেশ তোড়জোড় লাগে। হাসপাতালে যাওয়ার আগে কিছুটা বানানো শুরু করেছিলাম। বাড়ি ফিরেই ওটা নিয়ে বসে গিয়েছিলাম। টানা দু’দিনের ধকল গিয়েছে শরীরের উপর। তার পরে যা অবস্থা!”
অভিনেত্রী (Ritabhari Chakraborty) জানিয়েছেন যে এই নিয়ে চার বছরে ৩ বার অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে। চিকিৎসক অনুমতি না দিলেও, মাঝের মধ্যেই মিনিয়েচার বানাতে বসে পড়েন তিনি। হাসপাতাল থেকে ফিরেই এই কাজে হাত দেওয়ায় শরীরের ওপর চাপ পড়েছে বলে জনিয়েছেন তিনি। চিকিৎসকরা খাওয়া দেওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা করেননি বলেও জানিয়েছেন ঋতাভরী। শুটিং চলাকালীন ডায়েট করতে গিয়েও শরীরের ওপর অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ‘বহুরূপী’র শুটিং চলাকালীন বার বার অসুস্থ হয়ে পড়েন তিনি। বিরতি নিয়ে ফিরেছেন শুটিংয়ে।
প্লেনে করে প্রথমবার যাত্রা ছোট্ট ইয়ালিনীর, অভিজ্ঞতা শোনালেন শুভশ্রী
সম্প্রতি ঋতাভরী (Ritabhari Chakraborty) তার জন্মদিন তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে উদযাপন করেন। জুন মাসে ৩২ শে পা দেন এই অভিনেত্রী। আইডিয়াল স্কুলের পড়ুয়াদের সঙ্গেও জন্মদিন পালন করেছিলেন তিনি। তার মা শতরূপা সান্যাল তার মেয়ে ঋতাভরীকে তাঁর স্ব-লিখিত একটি বাংলা কবিতা দিয়ে শুভেচ্ছা জানান। শতরূপা তার সোশাল মিডিয়া প্রোফাইলে ছোট্ট রীতাভরীর কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন তিনি।
দুর্গা পুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় -শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত থ্রিলার ‘বহুরূপী’ (Bohurupi)। এই ছবিতে পরী চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী। এই চরিত্রের ফার্স্ট লুকও শেয়ার করেছিলেন অভিনেত্রী। গত বছর ‘ফাটাফাটি’ (Fatafati) সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। খুব তাড়াতাড়ি শুরু হবে ‘বহুরূপী’ সিনেমার ডাবিং। তাঁর অসুস্থতার কথা ‘বহুরূপী’র প্রযোজনা সংস্থাকে জানিয়েছেন ঋতাভরী। তারা অভিনেত্রীকে আশ্বস্ত করেছেন অভিনেত্রীর সেরে উঠলে তবেই চূড়ান্ত করা হবে ডাবিংয়ের তারিখ।
এছাড়া পাপুয়া নিউ গিনি এবং ভারতের স্টেকহোল্ডারদের মধ্যে যৌথ প্রযোজনায় তাঁর প্রথম আন্তর্জাতিক ছবি ‘পাপা বুকা’তে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। ১২ আগস্ট সেই ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী। এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।