অস্ট্রেলিয়ান লিগের আরও এক ফুটবলার আসতে পারেন ভারতীয় ফুটবল ক্লাবে। চূড়ান্ত কিছু বলা না হলেও সম্ভাবনার কথা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আলোচ্য ফুটবলারের নাম নুনো রেইস (Nuno Reis)। রেইস খেলেছেন ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দাবি করা হয়েছে, পর্তুগিজ ফুটবলারকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে মুম্বই সিটি এফসি। নুনো রেইস এ লিগে খেলা পর্তুগালের ফুটবলার। অস্ট্রেলিয়ায় জিতেছেন একাধিক খেতাব। ৩৩ বোকার বয়সী এই ডিফেন্ডার খেলে সেন্টার ব্যাক পজিশনে। মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন আশির কাছাকাছি ম্যাচ।
মোহনবাগানকে নাস্তানাবুদ করতে গোলমেশিনকে মাঠে নামিয়ে দিল East Bengal
🚨Mumbai City Fc have completed the signing of Nuno Reis on a free transfer from sister club Melbourne City Fc. ✍️
The Portuguese CB will be the 6th foreign player for the Islanders. Great signing. pic.twitter.com/RriIRlPQiF
— SP Musk 𝕏 (@musky1019) July 13, 2024
কে এই নুনো রেইস?
২০১৬ সালের ৫ জুলাই, রেইস গ্রীসের পানাথিনাইকোস এফসি-তে তিন বছরের চুক্তি সই করেন। তিনি সমস্ত প্রতিযোগিতায় ৩৭ টি ম্যাচে অংশ নেওয়ার পর ক্লাব ছেড়েছিলেন। এরপর যোগ দেন ভিটোরিয়া এফসি-তে। ৫ সেপ্টেম্বর পিএফসি লেভস্কি সোফিয়ায় তিন বছরের চুক্তিতে সম্মত হন। ২০২১ সালের ১৮ জানুয়ারি রেইস এ-লিগের মেলবোর্ন সিটি এফসির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন। প্রথম মরসুমে ২০ টি ম্যাচ খেলেছিলেন। এই ক্লাবের হয়ে তিনবার জিতেছেন এ লিগের প্রিমিয়ারশিপ, একবার জিতেছেন চ্যাম্পিয়নশিপ।
East Bengal: ছাংতের ভাই ইস্টবেঙ্গলে?
𝙏𝙝𝙖𝙣𝙠 𝙮𝙤𝙪, 𝙉𝙪𝙣𝙤 🙏🩵 pic.twitter.com/QFqxY0pMc6
— Melbourne City FC (@MelbourneCity) June 7, 2024