জল্পনার শেষ নেই। আনোয়ার আলি (Anwar Ali) শেষ পর্যন্ত কোন দলের হয়ে খেলতে চলেছেন সেটা এখনও স্পষ্ট নয়। এদিকে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) আনোয়ারকে দিয়েছে নতুন নির্দেশ।
Anwar Ali Transfer News: আনোয়ার জল্পনা উস্কে দিল খোদ মোহনবাগান
বিতর্কের মধ্যে আনোয়ার আলিকে নতুন নির্দেশ দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই আনোয়ারকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামনে ডুরান্ড কাপ। সেখানে আনোয়ারকে মাঠে নামানোর কথা ভাবতে পারে সবুজ মেরুন ব্রিগেড।
Mohun Bagan Super Giant have officially asked Anwar Ali to report for training on July 19.#IndianFootball
— Marcus Mergulhao (@MarcusMergulhao) July 12, 2024
আনোয়ার আলি মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলনে যোগদান করেন কি না সেখান সেটা হবে দেখার বিষয়। ১৯ তারিখে আনোয়ার সবুজ মেরুন অনুশীলনে যোগ না দিলে পদক্ষেপ দিতে পারে বাগান, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে। আপাতত যা গতিপ্রকৃতি তাতে আনোয়ার জট না কাটলে আইনি পদক্ষেপ নেওয়ার পথ বেছে নিতে পারেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। আনোয়ারের জন্য আগামী উনিশ তারিখ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছেন। তিনি নিজে কোন ক্লাবের হয়ে খেলতে চাইছেন সেটাও স্পষ্ট হওয়া দরকার। অনুশীলনে উপস্থিত না থাকলে জল্পনার তীব্রতা আরও বাড়বে বই কমবে না।
Mohun Bagan: ডার্বির আগে বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে মোহন-কোচ
মোহনবাগান আনোয়ার আলিকে রেখেই নতুন মরসুমের দল তৈরি করতে চাইছে। এ ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নিতে হবে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে আনোয়ার। ক্লাব কিংবা ফুটবলার, এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেনি। পর্দার পিছনে ঠিক কী চলছে এবং কী হতে পারে এই দুইয়ের ব্যাপারেই প্রশ্ন রয়েছে।