কমবে ভিড়, শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল রেল

যাত্রীদের ক্ষোভে মুখে পড়ে অবশেষে নড়েচড়ে বসল রেল। ৯ কোচের নারকেলডাঙা রেকদুটি ব্যান্ডেলের কার্সেডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Sealdah)। ওই রেকদুটি ব্যান্ডেল ও নৈহাটির মধ্যে…

local-trains-cancelled-traffic-block-for-work-in-sealdah-division

short-samachar

যাত্রীদের ক্ষোভে মুখে পড়ে অবশেষে নড়েচড়ে বসল রেল। ৯ কোচের নারকেলডাঙা রেকদুটি ব্যান্ডেলের কার্সেডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Sealdah)। ওই রেকদুটি ব্যান্ডেল ও নৈহাটির মধ্যে চলাচল করবে। এর ফলে শিয়ালদহ (Sealdah) ডিভিশনের সমস্ত ট্রেনই ১২ বগির হয়ে যাবে। কোনও ট্রেন আর ৯ বগির থাকবে না।

   

১ জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের সমস্ত ট্রেন ১২ বগি হওয়ার কথা থাকলেও তা হয়নি। সকাল-সন্ধ্যের ব্যস্ত সময়ে মাঝমধ্যেই ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছিল। রেলের এহেন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেন নিত্যযাত্রীরা। আর সেই কারণেই শেষ পর্যন্ত নড়েচড়ে বসল রেল। 

৯ বগির ট্রেন দেওয়ার ফলে একদিকে যেমন ভিড় বেশি হচ্ছিল, তেমনই বিধাননগর-দমদমের মতো স্টেশন থেকে ট্রেনে চড়তে গিয়ে সমস্যার মুখে পড়ছিলেন যাত্রীরা। সেই সমস্যা মেটার ইঙ্গিত পেতেই যাত্রীদের মধ্যে খুশির হাওয়া। 

নগদ ছাড়া নির্ঝঞ্ঝাটে মেট্রো সফরে পেমেন্ট কীভাবে? জানুন উপায়

এদিকে আর কয়েকদিনের মধ্যেই বিরাট উপহার পেতে চলেছেন শিয়ালদহের নিত্যযাত্রীরা। রেলের তরফে যাত্রীদের প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট বানানো হচ্ছে। দিন কয়েক আগে গেটের কাজ শুরু হয়েছে। আপাতত জোরকদমে সেই কাজ চলছে। এজন্য রেলের তরফে ব্যারিকেডও করে দেওয়া হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে ১ ও ২ নম্বর স্টেশনে সামনের অংশে নতুন গেট বানাতে চলেছে রেল। জুলাইয়ের মাঝামাঝি এই গেট চালু হতে পারে বলে খবর। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার (১ নম্বর স্টেশনের পাশের গেট)। টিন দিয়ে সিল করে দেওয়া হয় ওই গেট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়তেন যাত্রীরা।

বৃষ্টির জোরালো পূর্বাভাস উত্তরে, দক্ষিণে বর্ষার মারকাটারি ইনিংস কবে থেকে?