মানিকতলার ভোটে একমুঠো সৌজন্য! বিজেপি প্রার্থীর মাকে ভোট দানে সাহায্যে তৃণমূলের কাউন্সিলরের

কলকাতাঃ রাজ্যে উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধীদের মধ্যে মার-পাল্টা মার চলছে সকাল থেকেই। তারমধ্যেই দেখা গেল এক সৌজন্যের নজির! বুধবার মানিকতলায় বুথে ভোট দিতে গিয়েছিলেন বিজেপি…

বিজেপি প্রার্থী কল্যান চৌবে ও তাঁর মা

কলকাতাঃ রাজ্যে উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধীদের মধ্যে মার-পাল্টা মার চলছে সকাল থেকেই। তারমধ্যেই দেখা গেল এক সৌজন্যের নজির! বুধবার মানিকতলায় বুথে ভোট দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা। কল্যান চৌবের মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কাউন্সিলর আনিন্দ্য রাউত। সেই দৃশ্য সামনে আসতেই সাধুবাদ জানান সাধারন মানুষ। তৃণমূল কাউন্সিলরের এই উদারতা ও রাজনৈতিক সৌজন্য বোধ মুগ্ধ করেছে বিজেপি প্রার্থীর বৃদ্ধা মা-কে।

ভোট দিয়ে বেরিয়ে এসে এমনটাই জানান সন্ধ্যা চৌবে । কল্যান চৌবের মা বলেন, “এখানে ৭৪ সালে এসেছি। তখনও কল্যান জন্মায়নি। এখানকার মানুষ সবাই খুব ভাল।” আর কাউন্সিলর আনিন্দ্যের তিনি উদ্দেশ্যে তিনি বলেন, ও আমার ছেলের মতো। তবে ভোটদান করে বেরিয়ে সকলের কাছেই তিনি অনুরোধ করেন তাঁর ছেলে অর্থ্যত্ বিজেপির প্রার্থী কল্যান চৌবেকে যেন মানুষ আশীর্বাদ করে।

   

কাউন্সিলর আনিন্দ্য রাউত বলেন, ওনার সিরিয়াল নম্বর খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। ওনাকে সাহায্য করেছি। যদিও এদিন মানিকতলা কেন্দ্রে হিংসার মধ্যে এই সৌজন্যতার দৃশ্য খুশি করেছে স্থানীয় বাসিন্দাদের। বুধবার ভোট চলাকালীন এলাকা পরিদর্শনে যান বিজেপি প্রার্থী কল্যান চৌবে।

এবার তাঁর প্রতিদ্বন্দী প্রয়াত তৃণমূল নেতা সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। তাঁকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের। বিভিন্ন স্থানে তাঁকে কেন্দ্র করে জমায়েত দেখা যায়। ভুয়ো ভোটারের অভিযোগ তুলে সরব হন কল্যান। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়। এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত মানিকতলায় ভোট পড়েছে ৩৩ শতাংশ।