৫ রাজ্যে নির্বাচন৷ গোয়া (Goa), পাঞ্জাব (Punjab), মনিপুর (Manipur) , উত্তরাখণ্ড (Uttarakhand) এবং উত্তর প্রদেশে (Uttar Pradesh) আসন্ন ভোট (Election 2022)। শনিবার দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন।
কমিশনের সাংবাদিক বৈঠকের কিছু পয়েন্ট-
- বুথ বাড়ছে ১৬ শতাংশ।
- বুথ পিছু কমছে ভোটার।
- সুষ্ঠুভাবে ভোট করানোর ওপর দেওয়া হয়েছে জোর। প্রতি বুথে ১৫০০র বদলে ১২৫০ জন ভোটার হয়েছে।
- ইভিএম মেশিনের পাশাপাশি থাকবে ভিভিপ্যাট।
- প্রার্থীরা অনলাইনেও জমা দিতে পারবেন মনোনয়ন।
- ১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, পদযাত্রা, বাইক র্যালিতে নিষেধাজ্ঞা।
- বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচীতে সর্বাধিক ৫ জন।
- ৫ রাজ্যে ৭ দফায় ভোট।
- ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট।
- পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, উত্তর প্রদেশ (দ্বিতীয় দফা) নির্বাচন ১৪ ফেব্রুয়ারি।
- ২০ ফেরুয়ারি তৃতীয় দফা।
- ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফা।
- ৫ রাজ্যে ভোট গণনা ১০ মার্চ।
- উত্তরপ্রদেশে সাত দফায় ভোট- প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তন দফা ৭ মার্চ।