বৃষ্টি মাথায় নিয়েই রথের রশিতে টান মমতার, ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী

বৃষ্টি মাথায় নিয়েই রথের দড়ি (Rath Yatra) টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ২ টো নাগাদ মিন্টোপার্কে ইসকন মন্দিরে রথযাত্রার (Rath Yatra) উদ্বোধন করেন মমতা।…

বৃষ্টি মাথায় নিয়েই রথের রশিতে টান মমতার, ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী

বৃষ্টি মাথায় নিয়েই রথের দড়ি (Rath Yatra) টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ২ টো নাগাদ মিন্টোপার্কে ইসকন মন্দিরে রথযাত্রার (Rath Yatra) উদ্বোধন করেন মমতা। কথা বলেন মন্দিরের পূজারিদের সঙ্গেও।

Advertisements

প্রতি বছরই রথের অনুষ্ঠানে যোগ দেন মমতা। এবারও তার ব্যতিক্রম হল না। রথের দড়ি টেনে মুখ্যমন্ত্রী বলেন, পুরীর অনুকরণে দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তা পুজোর পরই উদ্বোধন হয়ে যাবে। পরের বছরই দিঘায় রথযাত্রা হবে। ওই মন্দিরের কিছু কাজ বাকি আছে। পুরো মন্দির তৈরি হয়ে গেলে আগামী বছর থেকে দিঘায় রথযাত্রা পালন করা হবে বলে জানিয়ে দেন তিনি।

   

রথযাত্রা উপলক্ষে এদিন সকালে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তাও পোস্ট করেন মমতা। তিনি লেখেন, সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়।

১০ জুলাই উপনির্বাচন, কোথায় এগিয়ে কে? দেখুন লোকসভা ভোটের নিরিখে ৪ বিধানসভার ফল

মুখ্যমন্ত্রী আরও লেখেন, আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন। ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি যোগ দেবো, আগামীবছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা! জয় জগন্নাথ!!!

Advertisements

এদিন পুজোর ডালি নিয়ে ইস্কন মন্দিরে যান মমতা। মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন তাঁর ভাইয়ের বউ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতাদেবী। জগন্নাথের উদ্দেশে পুজো দিয়ে আরতিও করেন মমতা। মাসির বাড়ি অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাত্রা শেষ হয়।

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

ইসকনের রথের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভগবান বলরামের রথ সবথেকে লম্বা হয়ে থাকে। এটি ৩৮ ফুট উঁচু, ১৮ ফুট চওড়া এবং ৩৬ ফুট লম্বা।