মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের জন্য সুখবর। কারণ প্রকাশিত হল ইন্ডিয়ান আর্মির চাকরির বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সকল ছাত্র ছাত্রীরা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আছেন তারা ইন্ডিয়ান আর্মির স্পোর্ট কোটা থেকে Havaldar এবং Nabi Subedar পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ আগামী ৩০/০৯/২০২৪ তারিখ।
পদঃ-
Havaldar and Nabi Subedar
আবেদন মোডঃ-
অফলাইন
বেতনঃ-
সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
যোগ্যতাঃ-
এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহ প্রার্থীদের কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এবং একইসঙ্গে যে কোনো একটি খেলায় টিম বা দেশকে স্টেট লেভেল রিপ্রেজেন্ট করতে হবে।
বয়সঃ-
প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতিঃ-
Havalder এবং Nabi Subedar পদের জন্য আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এরজন্য নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজের প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর নির্ভুল ভাবে সেই ফর্ম পূর্ণ করতে হবে। এরপর নিজের সমস্ত তথ্যের জেরক্স কপি একটি খামে ভোরে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পত্র জমা দেয়ার ঠিকানাঃ-
Directorate of PT & sports Genaral Staff Branch IHQ of MoD( Army) Room no 747 A wing, sena Bhawan Po New Delhi -110011
নিয়োগ পদ্ধতিঃ-
এই নিয়োগের জন্য প্রার্থীদের তিনটি পর্যায় অতিক্রম করতে হবে
১)দক্ষতা টেস্ট
২)শারীরিক পরীক্ষা
৩)শারীরিক দক্ষতা