আগামী মরসুমের ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দেখা যেতে পারে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারকে। এ ব্যাপারে আপাতত এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। পিছিয়ে নেই লিগের অন্যান্য দলগুলো। টুর্নামেন্টে অংশ নিতে চলা ক্লাবগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিচ্ছে পরিকল্পনামাফিক।
আরও একজনকে বিদায় জানাল East Bengal
দল বদলের জল্পনার রয়েছে একাধিক নাম। সম্প্রতি উঠে এসেছে গ্রিসের জাতীয় দলে খেলা এক স্ট্রাইকারের কথা। গ্রিসের নিকোলাওস কারেলিস (Nikolaos Karelis)-এর ইন্ডিয়ান সুপার লিগ খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। মুম্বই সিটি এফসি তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে। তবে চূড়ান্ত করে কিছু বলা হয়নি।
সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, গ্রিক স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে মুম্বই সিটি এফসি। জর্জ পেরেইরা দিয়াজের অভাব পূরণ করতে পারেন নিকোলাওস কারেলিস। দুই পক্ষের মধ্যে কথাবার্তা এগোলেও এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি।
ICYMI 🚨
The Islanders have found the replacement of the Jorge Pereyera Diaz!#MCFC #ISL #Transfers #IFTWC #IndianFootball https://t.co/X8qPiOTegf
— IFTWC – Indian Football (@IFTWC) July 5, 2024
কে এই Nikos Karelis?
ISL: কঠিন চ্যালেঞ্জের সামনে মোহন-ইস্ট! মরসুম শুরু হওয়ার আগে বড় ‘টার্গেট’
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার গ্রিসের জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। গ্রিসের জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় কুড়িটি ম্যাচ। রয়েছে একাধিক গোল। গ্রিসের নামকরা ফুটবল ক্লাবের পাশাপাশি খেলেছেন ব্রেন্ডফোর্ডের মতো দলের হয়ে। বেলজিয়াম, রাশিয়া, নেদারল্যান্ডসের ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। গ্রিজের জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত। পেশাদার কেরিয়ারে জিতেছেন একাধিক পুরস্কার।