ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ক্লাবে যোগ দিয়েই বড় দাবি করলেন গোলকিপার নোরা ফার্নান্দেজ (Nora Fernandes)। কেরালা ব্লাস্টার্স এফসি-তে (Kerala Blasters FC) যোগ দিয়েছেন। ক্লাবে যোগ দিয়েই নিজের লক্ষ্য স্থির করেছেন তিনি। নোরা ফার্নান্দেজ লক্ষ্য পূরণ করতে পারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে পারে ইন্ডিয়ান সুপার লিগের অন্য ক্লাবগুলো। এমনকি মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি-ও।
মেসির পেনাল্টি মিস, সেভ করলেন এমি, সেমিফাইনালে Argentina
করণজিৎ সিং এবং লারা শর্মার প্রস্থানের পর কেরালা ব্লাস্টার্স এফসি তরুণ গোলরক্ষক সোম কুমারকে দলে নিয়েছে। এছাড়া শচীন সুরেশের সঙ্গে নোরা ফার্নান্দেজকে তাদের গোলরক্ষক হিসাবে যুক্ত করেছে। ব্লাস্টার্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ২৫ বছর বয়সী নোরা ফার্নান্দেজ।
ফার্নান্ডেজ আই লিগের দল আইজল এফসি-র হয়ে দুর্দান্ত মরসুম কাটিয়েছিলেন। আইজলের হয়ে ১৭ টি ম্যাচে নিজের গোলকিপিং স্কিল প্রদর্শন করেছিলেন। গোয়ায় জন্মগ্রহণকারী এই রক্ষক ২০২৩-২৪ আই লিগ মরসুমে পাঁচটি ক্লিনশিট রেখেছিলেন নিজের নামের পাশে।
𝘍𝘪𝘦𝘳𝘤𝘦 𝘢𝘴 𝘢𝘯 𝘦𝘢𝘨𝘭𝘦 𝘪𝘯 𝘧𝘳𝘰𝘯𝘵 𝘰𝘧 𝘵𝘩𝘦 𝘨𝘰𝘢𝘭 🦅
Nora’s career in numbers 🧤 #KBFC #KeralaBlasters pic.twitter.com/XfEMyKfqqD
— Kerala Blasters FC (@KeralaBlasters) June 29, 2024
এখন কেরালা ব্লাস্টার্সের হয়ে শিরোপা জয়ের দিকে মনোনিবেশ করেছেন নোরা ফার্নান্ডেজ। নতুন চুক্তি সম্পন্ন হওয়ার পর কেরালা ব্লাস্টার্স এফসির মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। কী বলেছেন নোরা?
CFL: অমীমাংসিত ফলাফল, জবির গোলে হার বাঁচাল ডায়মন্ড হারবার
তিনি বলেছেন, ‘কেরালা ব্লাস্টার্স এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া আমার কাছে বড় সুযোগ। তারা আমাকে এই সুযোগ দিয়েছে, ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাবের হয়ে আমাকে সব শিরোপা জিততে হবে এবং নিজের সেরাটা দিতে হবে।’