সবুজ মেরুন শিবির থেকে আসছে নতুন নতুন বিদেশি ফুটবলার সই করানোর খবর। নিয়োগ করা হয়েছে নতুন কোচ। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে খেলা কয়েকজন বিদেশি ফুটবলারকে নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। যেমন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। আসন্ন মরসুমেও সাদিকু কি থাকছেন মোহনবাগান সুপার জায়ান্টে?
Samir Murmu: করা হতে পারে ঘোষণা, বড় সুযোগ পেতে পারেন সমীর মুর্মু
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আপডেট দিয়েছেন আর্মান্দো সাদিকু। মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি পরে অনুশীলন করার ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে ইনস্টাগ্রামে দিয়েছেন স্টোরি।
আসন্ন মরসুমেও একাধিক প্রতিযোগিতায় অংশ নেবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম একাদশের পাশাপাশি শক্তিশালী রিজার্ভ বেঞ্চ দরকার। সেই সঙ্গে দলের সঙ্গে থাকতে পারে অতিরিক্ত বিদেশি ফুটবলার। জানা গিয়েছে, সাদিকুর সঙ্গে এখনও চুক্তি রয়েছে বাগানের। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, আলবেনিয়ান ফুটবলারকে লোন আউট করার সম্ভাবনা রয়েছে। সাদিকু শেষ পর্যন্ত সবুজ মেরুন শিবিরে থাকবেন কি না সে ব্যাপারেও রয়েছে প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করেছেন আর্মান্দো সাদিকু?
View this post on Instagram
Jamshedpur FC: ইস্টবেঙ্গল বাতিল ‘অ্যাটাকিং স্ট্রাইকার’-কে ধরে রাখল জামশেদপুর
সাদিকুর পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, তিনি পরে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি। সেই জার্সি পরেই করছেন অনুশীলন। খুদে ফুটবলারদের সঙ্গেও ছবি তুলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তাঁকে নিয়ে করা একটি পোস্ট। পোস্টটিতে বলা হয়েছে, আবারও সবুজ মেরুন জার্সিতে লড়াই করার জন্য প্রস্তুত সাদিকু।