এবছর আইএসএলে অংশ নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তাই প্রথম থেকেই বড় বাজেটের দল গড়ে বাকিদের চমকে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। বর্তমানে অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে তাদের দল গঠনের কাজ। দেশের এই প্রথম ডিভিশন লিগের কথা মাথায় রেখে একাধিক বদল আসতে চলেছে সাদা-কালো শিবিরে।
মূলত, প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। সেজন্য গত কয়েক সপ্তাহে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের রিলিজ করেছে সাদা-কালো শিবির। তার পরিবর্তে একের পর এক তরুণ ফুটবলারদের সাইন করানোর কথাও ঘোষণা করেছে আন্দ্রে চেরনিশভের দল।
কিছুদিন আগেই জানা গিয়েছিল এক আফ্রিকার ফরোয়ার্ডের নাম। তিনি সেজার লোবি মানজোকি। গত মরশুমে প্রো লিগে খেলেছিলেন তিনি। বল পায়ে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেন্ট্রাল আফ্রিকার এই তারকার। নতুন মরশুমে তার উপরেই ভরসা রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সেখানেই শেষ নয়। মাঝমাঠ শক্তিশালী করতে এবার ঘানার এক মিডফিল্ডারকে চূড়ান্ত করেছে রেড রোডের এই ফুটবল ক্লাব। তিনি মোহাম্মদ কাদিরি। পূর্বে আজারবাইজানের প্রথম ডিভিশনের ক্লাব আরজ-নাখছিভানের সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা।
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অধিক পরিচিত হলেও দলের প্রয়োজনে খেলতে পারেন সেন্টার ব্যাক হিসেবে। নাখছিভান ছাড়াও ইউরোপের একাধিক ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে কাদিরির। সব দিক বিচার বিবেচনা করেই এবার তাকে দলে টেনেছে মহামেডান। এবার সাদা-কালোর জার্সিতে আদৌ কতটা সফল থাকেন এখন সেদিকেই নজর থাকবে সকলের।