কলকাতার জনবহুল এলাকায় শ্যুটআউটের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। লেক থানা এলাকায় তরুণীকে গুলি করে আত্মঘাতী হয়েছে যুবক। ওই তরুণী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর, ওই যুবক দক্ষিণ শহরতলীর সন্তোষপুরের বাসিন্দা। গত রবিবার লেক থানা এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন এক তরুণীকে সঙ্গে নিয়ে। সম্ভবত ওই মহিলা যুবকের বান্ধবী। বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ওই গেস্ট হাউসে গুলি চলে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণীকে গুলি চালান ওই যুবক। তরুণীর পায়ে গুলি লাগ। তার পর গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই যুবক। তরুণী বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম মাত্র ৫৭,৯০৪ টাকা, রুপোর দর কত?
বজবজের সন্তোষপুরের বাসিন্দা আত্মঘাতী যুবকের নাম রাজেশ কুমার সাউ। গুলিতে জখম তরুণীর নিক্কু কুমারী দুবে বলে পুলিশ সূত্রে খবর। এই তরুণীও কোথাকার বাসিন্দা, তা এখনও জানা যায়নি। রাজেশ কুমার সাউয়ের কাছে নাইন এমএম পিস্তল ছিল। সেটি দিয়েই তরুণীকে লক্ষ্য করে গুলি চালান হয়।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। ওই তরুণ ও তরুণীর কী সম্পর্ক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই তাঁরা দু’জনে গেস্ট হাউসে উঠেছিলেন, তারও খোঁজখবর শুরু হয়েছে। দেকা হচ্ছে যে, ওই যুবক কোতা থেকে আগ্নেয়াস্ত্রটি জোগাড় করেছিলেন।
নিটকাণ্ডে নাম জড়ালো কলকাতার, চলছে CBI তল্লাশি