টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি জয়ের পর খারাপ আবহাওয়ার কারণে বার্বাডোজে আটকে পড়া ভারতীয় দল (Team India) কবে ফিরবে? ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে প্রতিনিয়ত এই প্রশ্ন উঠছে। এবার এ নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে।
Bangladesh: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়েই পড়েছিলেন তাসকিন! ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন
ভারতীয় দল আজ সন্ধ্যায় বার্বাডোজ থেকে রওনা দেবে এবং আগামীকাল সকাল ৬ টায় নয়াদিল্লি পৌঁছাবে। এখান থেকে সব খেলোয়াড় সরাসরি নয়াদিল্লির হোটেলে বিশ্রামে চলে যাবেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আজ সন্ধ্যায় বার্বাডোজ থেকে ঘরে ফেরার বিমান ধরবে ভারতীয় দল। সকাল ৬ টার মধ্যে নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছাতে পারে টিম ইন্ডিয়া। এখানে বিসিসিআই কর্তারা দলকে স্বাগত জানাবেন। এরপর দলের সদস্য, কোচ ও সাপোর্ট স্টাফরা বিশ্রাম নিতে সরাসরি নয়াদিল্লির একটি হোটেলে চলে যাবেন।
হোটেলে বিশ্রাম শেষে বেলা ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন বিশ্বচ্যাম্পিয়ন দল ও কোচিং স্টাফরা। প্রধানমন্ত্রী এখানে খেলোয়াড়দের স্বাগত এবং বিজয়ের জন্য অভিনন্দন জানাবেন। কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী।
#WATCH | Indian cricket team leave from Barbados. The team will reach Delhi on July 4, early morning.
The flight arranged by BCCI’s Jay Shah is also carrying the members of Indian media who were stranded in Barbados pic.twitter.com/V0ScaaojBv
— ANI (@ANI) July 3, 2024
Joni Kauko: মোহনবাগানকে নিয়ে কাউকোর পোস্ট, কমেন্ট করলেন তিরি
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নয়াদিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। মুম্বইয়ে বিজয় মিছিল করবে ভারতীয় দল। চ্যাম্পিয়ন খেলোয়াড় এবং কোচিং স্টাফরা ট্রফি নিয়ে একটি খোলা বাসে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভ্রমণ করবেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে স্বাগত জানানো হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠান শেষে সব খেলোয়াড় নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেবেন। বার্বাডোজ থেকে ‘এয়ার ইন্ডিয়া ক্রিকেট-২৪ বিশ্ব চ্যাম্পিয়ন’ নামের বিশেষ চার্টার্ড বিমানে ফিরবে ভারতীয় দল।