কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম মাত্র ৫৭,৯০৪ টাকা, রুপোর দর কত?

আজ বুধবার ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ ৩ জুলাই বুধবার সোনা বা রুপো…

gold-and-silver-prices-drop-in-kolkata-on-july-6-2025

আজ বুধবার ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ ৩ জুলাই বুধবার সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন শহরে রেট কত।

অনান্য দিনের মতো আজ ৩ জুলাই কলকাতা সহ সমগ্র ভারতজুড়ে সোনা ও রুপোর দাম জারি হল। আর এই দাম দেখে সকলেই চমকে গিয়েছেন।সামনেই বিয়ের মরসুম রয়েছে। আর বিয়ের মরসুমে সোনা কেনা হবে না তা তো হতেই পারে না। বিশেষ করে বাঙালি বিয়েতে সোনার মাহাত্ম্যই আলাদা। তাহলে জেনে নিন আজ শহরে সোনা বা রুপোর রেট কত। দাম বাড়ল না কমল জেনে নিন ঝটপট।

   

জানা গিয়েছে, আজ শহরে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আজ কলকাতায় ২২ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৫৩,০৮০ টাকা। ১০ গ্রামের দাম ৬৬,৩৫০ টাকা। এছাড়া ২২ ক্যারেটে ১০০ গ্রামের দাম বিক্রি হচ্ছে ৬,৬৩,৫০০ টাকায়। এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। আজ কলকাতায় ২৪ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৫৭,৯০৪ টাকায়। ১০ গ্রামের দাম বিক্রি হচ্ছে ৭২,৩৮০ টাকায়। এছাড়া ২২ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৭,২৩,৮০০ টাকা।

জানেন কি এদিন তিলোত্তমায় ১৮ ক্যারেটে সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, আজ কলকাতায় ১৮ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৪৩,৪৩২ টাকা। ১০ গ্রামের দাম ৫৪,২৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৫,৪২,৯০০ টাকা।

Advertisements

এদিন সোনার দাম অপরিবর্তিত থাকলেও রুপোও মহার্ঘ্য হয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯১৫০ টাকায়। এক কেজি রুপোর দাম ৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯১,৫০০ টাকায়।