এরিয়ানের পর Mohun Bagan ম্যাচ, মানবিকতার নজির স্থাপন করছে CFL

Advertisements জমে উঠেছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। ইতিমধ্যে যেমন প্রচুর গোল হয়েছে, তেমনই স্থাপিত হয়েছে মানবিকতার একাধিক নজির। প্রথমে এরিয়ান বনাম আর্মি রেড ম্যাচ,…

surajit seal cfl

Advertisements

জমে উঠেছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। ইতিমধ্যে যেমন প্রচুর গোল হয়েছে, তেমনই স্থাপিত হয়েছে মানবিকতার একাধিক নজির। প্রথমে এরিয়ান বনাম আর্মি রেড ম্যাচ, তারপর মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) বনাম ভবানীপুরের ম্যাচ।

   

Joni Kauko: মোহনবাগানকে নিয়ে কাউকোর পোস্ট, কমেন্ট করলেন তিরি

মঙ্গলবার ভবানীপুরের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ব্যারাকপুরের মাঠে খেলার ফলাফল ১-১। ম্যাচের রেজাল্টের থেকেও অন্য একটি বিষয় হয়ে উঠেছিল আলোচনার বিষয়। খেলা চলাকালীন মোহনবাগান ফুটবলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন ভবানীপুরের ফুটবলার রিপন। দুই দলের ফুটবলারই আহত হয়ে পড়ে ছিলেন মাঠে। কিছুক্ষণ পর মোহনবাগানের ফুটবলার খেলার জন্য উঠে দাঁড়ালেও খেলার মতো অবস্থায় ছিলেন ভবানীপুরের ফুটবলারটি। পরিস্থিতি বুঝে ছুটে আসেন মোহনবাগানের চিকিৎসক-ফিজিও।

দুই দলের চিকিৎসকরা মিলে রিপনের শুশ্রূষা ও প্রাথমিক চিকিৎসার কাজ করেন। পরে মাঠে থাকা অ্যাম্বুলেন্সের সাহায্যে ভবানীপুরের আহত ফুটবলারকে পাঠানো হয় নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে। পরে সুস্থ হয়ে স্টেডিয়ামে ফায়ার আসেন রিপন। এই ম্যাচে আর খেলতে পারলেও বিপদমুক্ত হয়েই ফিরেছিলেন স্টেডিয়ামে, যোগ দিয়েছিলেন নিজের স্কোয়াডে।

Advertisements

East Bengal: ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকারকে নিয়ে মিলতে পারে বড় আপডেট

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর আরও একটি ম্যাচে দেখা গিয়েছে দুই দলের মধ্যে সহযোগিতার উদাহরণ। আর্মি রেড বনাম এরিয়ানের ম্যাচ। এরিয়ানের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি আর্মি রেড। মাঠে নামানোর মতো এগারোজন ফুটবলার ছিল না তাদের। এমনকি দলের সঙ্গে ছিল না কোনও ফিজিও। এই পরিস্থিতিতে এরিয়ান দলের পক্ষে বাড়িয়ে দেওয়া হয়েছিল সাহায্যের হাত। আর্মি রেড দলের কোনও ফুটবলার চোট আঘাত সমস্যায় পড়লে ছুটে যাচ্ছিলেন এরিয়ানের চিকিৎসক।