ফের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস। মাসের শুরুতেই আজ মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরস জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। সিকান্দ্রাউ থেকে এটাহ রোডে অবস্থিত ফুলরাই গ্রামে পদপিষ্টের মতো পরিস্থিতি হয়। এই ঘটনায় এখনও অবধি ৬০ জনের মতো মৃত্যুর খবর শোনা যাচ্ছে।
যদিও ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সিএমও এটাহ, উমেশ কুমার ত্রিপাঠী। তিনি জানিয়েছেন, ‘একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ২৭টি দেহ ময়নাতদন্তের জন্য এসে পৌঁছেছে, এর মধ্যে ২৫ জন মহিলা ও ২ জন পুরুষ। আহতদের অনেককে ভর্তিও করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ যদিও মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে যোগী রাজ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ভগবান শিবের সৎসঙ্গে পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১৯ জন মহিলাও রয়েছেন। ইটাহের সিএমও ডাঃ উমেশ কুমার ত্রিপাঠি একজন পুরুষ, ২৩ জন মহিলা এবং তিন শিশুসহ ২৭ জনের মৃতদেহ নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে, হাথরাস জেলার সিকান্দ্রারাউ থানা এলাকার ফুলরাই গ্রামে ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ইটাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশের ইটাহে জেলার এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছেন, “হাথরস জেলার মুঘলগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল তখন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ইটাহ হাসপাতালে এখনও পর্যন্ত ২৩ জন মহিলা, ৩ শিশু ও ১ জন পুরুষসহ ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
#WATCH | Uttar Pradesh: Etah SSP Rajesh Kumar Singh says, “… A religious event was going on in Mughalgarhi village of Hathras district when the stampede occurred. So far 27 dead bodies have been received in the Etah Hospital, including 23 women, 3 children, and 1 man. The… https://t.co/Ih37mRehAY pic.twitter.com/xJa3AN4Yo4
— ANI (@ANI) July 2, 2024