মুখ ফস্কে মির্জাপুরের তৃতীয় সিজেনে জনপ্রিয় চরিত্রের ক্যামিও ফাঁস করলেন আলি ফজল!

৫ জুলাই (5th July) মির্জাপুরের (Mirzapur) তৃতীয় সিজেনে (Season 3) ফিরতে চলেছে আলি ফজল (Ali Fazl)। আমাজন প্রাইম ভিডিওতে (Amazon Prime Video) মুক্তি পেতে চলেছে…

৫ জুলাই (5th July) মির্জাপুরের (Mirzapur) তৃতীয় সিজেনে (Season 3) ফিরতে চলেছে আলি ফজল (Ali Fazl)। আমাজন প্রাইম ভিডিওতে (Amazon Prime Video) মুক্তি পেতে চলেছে এই জনপ্রিয় সিরিজটি। মির্জাপুরের প্রচারের জন্য একটি সাক্ষাৎকারে একটি জনপ্রিয় চরিত্রের ক্যামিও মুখ ফস্কে ফাঁস করলেন তিনি।

সম্প্রতি আমাজন প্রাইম ভিডিওতে (Amazon Prime Video) মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ (Panchayat) ওয়েব সিরিজের তৃতীয় সিজেন (Season 3)। এই সিরিজে পঞ্চায়েত সচিব, অভিষেক ত্রিপাঠির ভূমিকায় অভিনয় করেছিলেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। মুক্তি পাওয়ার দিনই ১৬টি দেশে এক নম্বর স্পটে ট্রেন্ড করে সিরিজটি। এছাড়াও এই সিজেনটি সর্বোচ্চ রেটিং পেয়েছে দর্শকদের কাছ থেকে। এরপরেই কোটা ফ্যাক্টরির (Kota Factory) তৃতীয় সিজিনে (Season 3) শিক্ষক জিতু ভাইয়ার (Jeetu Bhaiya) রূপে ফেরেন জিতেন্দ্র কুমার। এই সিরিজটিও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এরপরেই দর্শকদের মনে প্রশ্ন আসে আবার কবে পর্দায় ফিরবেন তাদের প্রিয় অভিনেতা জিতেন্দ্র কুমার।

   

পরিচালক অরিন্দম শীলের অবাক কাণ্ড! কী করলেন তিনি, জেনে নিন

মির্জাপুরের তৃতীয় সিজেন চলা কালীন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আলি ফজলকে (Ali Fazl) জিগেস করেন যে মির্জাপুরের তৃতীয় সিজিনের আগে পঞ্চায়েতের তৃতীয় সিজেন দেখতে হবে কিনা। উত্তরে আলি বলেছিলেন যে সেই অনুরাগীর অবশ্যই সিরিজটি দেখা উচিত কারণ সেখানে মির্জাপুরের তৃতীয় সিজেন সংক্রান্ত লুকনো তথ্য আছে। এরপর সম্প্রতি, একটি সাক্ষাৎকারে মুখ ফস্কে জিতেন্দ্র কুমারের ক্যামিও ফাঁস করেন আলি।

একটি নামী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাকারে আলি বলেন, “মির্জাপুরের তৃতীয় সিজিনের দুটি এপিসোডে থাকতে চলেছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। তিনি পঞ্চায়েতের সচিব হিসেবে কালীন ভাইয়ার মৃত্যু সংক্রান্ত কাগজপত্র তৈরী করে আসছেন।” আলি এই তথ্য ফাঁস করার সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায় তার সহ অভিনেতাদের মধ্যে। তাদের বক্তব্য এটি একটা চমক হিসেবে রাখা হয়েছিল।

এই খবর পেয়ে খুব খুশি দুই সিরিজের অনুরাগীরা। ওটিটির দুই জনপ্রিয় সিরিজের ক্রসওভার (Crossover) দেখতে মুখিয়ে আছেন তারা। এর আগেও রাজ্ এবং ডি.কে. (Raj & D.K.) পরিচালিত দুই সিরিজ, ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man) এবং ‘ফারজি’র (Farzi) মধ্যে ক্রসওভার আয়োজন করেছিল আমাজন প্রাইম ভিডিও।

বহু প্রতীক্ষিত সিরিজটির তৃতীয় সিজেনটি মুক্তি পাচ্ছে ৫ জুলাই। এর মধ্যে ‘পঞ্চায়েত’ এর সঙ্গে ক্রসওভারের তথ্য দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন আলি ফজল। সিরিজটিতে আলি ফজল ছাড়াও রয়েছেন পঙ্কক ত্রিপাঠি, বিজয় ভের্মা, স্বেতা ত্রিপাঠি শর্মা, রাসিক দুগ্গাল এবং ঈশা তলোয়ার এর মতো শিল্পীরা।