শপথ বিতর্কে রাজ্যপালের মনের কথা ফাঁস কুণালের!

সোমবার ৩টে পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপালকে। সে সময় অতিক্রান্ত। তবুও নীরব তৃণমূলের কুণাল ঘোষ। আচমকা কী হল? পিছিয়ে গেলেন তৃণমূলের এই কইয়ে-বইয়ে নেতা? জবাব দিলেন…

Kunal Ghosh predicts Governor CV Ananda Bose-s move on Sayantika Banerjee Reyat Hussain-s oath, শপথ বিতর্কে রাজ্যপালের মনের কথা ফাঁস কুণালের

সোমবার ৩টে পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপালকে। সে সময় অতিক্রান্ত। তবুও নীরব তৃণমূলের কুণাল ঘোষ। আচমকা কী হল? পিছিয়ে গেলেন তৃণমূলের এই কইয়ে-বইয়ে নেতা? জবাব দিলেন খোদ কুণালই। উল্টে শপথ বিতর্কে সি ভি আনন্দ বোসের পরবর্তী পদক্ষেপ আগাম ফাঁস করলেন তিনি!

লোকসভা ভোটের সঙ্গে বাংলার দুই বিধানসভা উপনির্বাচনে (বরাহনগর, ভগবানগোলা) জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন। কিন্তু ফল ঘোষণার প্রায় ১ মাস হলেও শপথ নিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত এই দুই প্রার্থী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জেদের জেরে তা থমকে আছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীদের। রাজভবনে রাজ্যপালের কাছে শপথগ্রহণের বদলে স্পিকারের কাছে বিধানসভায় শপথবাক্য পাঠ করতে আগ্রহী সায়ন্তিকা-রেয়াতরা। এমনকী বিধানসভায় এসে রাজ্যপালও শপথ দেওয়া পারেন বলে মত তাঁদের। যা মানতে নারাজ আনন্দ বোস।

   

বিরাট বিপদে তৃণমূল সাংসদ! দিতে হবে বিপুল ক্ষতিপূরণ-প্রকাশ্যে চাইতে হবে ক্ষমা

এই বিস্তর টানাপোড়েনের জেরে বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে বসে ধর্য় বসেছেন সায়ন্তিকা-রেয়াতরা। সময় বয়ে চলেছে। এই অবস্থায় আজ, সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফের একদফা চিঠি পাঠিয়েছেন সায়ন্তিকারা। রাজ্যপালকে বিধানসভায় আসার আহ্বান জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গেট থেকে তাঁকে রিসিভ করে ভিতরে নিয়ে আসবেন বলেও জানিয়েছেন স্পিকার। কিন্তু তারপরও আজ শপথ হয়নি দুই নবনির্বাচিত বিধায়কের। এই আবহেই এবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ রাজ্যপালের আগাম খবর দিয়ে দিলেন। যা নিয়ে জোর চর্চা চলছে।

এ দিন কুণাল ঘোষ বলেন, ‘যেটুকু খবর পেয়েছি, স্পিকার তাঁর বক্তব্য জানিয়ে দিয়েছেন। দুই বিধায়কও তাঁদের আবেদন করেছেন। সর্বশেষ যেটুকু জানি, রাজ্যপাল এখন কলকাতায় নেই। নয়াদিল্লিতে রয়েছেন কোনও কাজে। আমরা আশাবাদী তিনি নয়াদিল্লি থেকে ফেরার পরই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করবেন। দুই বিধায়কের শপথের জটিলতা কেটে যাবে।’

মায়ের আগমনের আর মাত্র ১০০ দিন, জানুন এবারের দুর্গাপুজোর দিনক্ষণ