আগামী দিনে এ আই জেনারেটের ছবি তৈরি করতেও সাহায্য করবে নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি হল মেটা এআই, বর্তমানে ওই সংস্থারই নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল এর সাহায্যে হোয়াট্সঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে দেখা যাচ্ছে একটি গোলাকার নীলচে-বেগুনি রংয়ের চিহ্ন। এই চিহ্নটির নাম ‘মেটা এআই’। কিন্তু এই নতুন ফিচার নিয়ে অনেকের মনেই তৈরি হয়েছে বিভ্রান্তি। জানা যাচ্ছে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে এই নতুন ‘চ্যাটবট’ প্রযুক্তি।
বিভিন্ন দিক থেকে সাহায্য করবে এই মেটা এআই। যেমন বন্ধুদের মধ্যে যে কোনো আলোচনা কিংবা ঘুরতে যাওয়ার প্ল্যান করলে তা বিশেষভাবে সাহায্য করবে মেটা এআই চ্যাটবট। এ ছাড়াও কোথায় যাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ হতে পারে কিংবা যেখানে ঘুরতে যাবেন, সেখানকার আবহাওয়া কেমন, সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে এই প্রযুক্তি।
এছাড়াও মেটা এআই বর্তমানে ওই সংস্থারই নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল -এর সাহায্যে হোয়াট্সঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে কাজ করছে। প্রথমে প্লে স্টোর থেকে হোয়াট্সঅ্যাপের একেবারে নতুন ভার্সন আপডেট করে নিতে হবে। তার পর ফোন বা ওয়েব হোয়াট্সঅ্যাপ খুললেই নীলচে-বেগুনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে। সেই ‘আইকন’-এ ক্লিক করলেই খুলে যাবে মেটা চ্যাটবটের আলাদা উইন্ডো। সেখানে প্রয়োজনে সব রখম প্রশ্ন লিখে জিজ্ঞাসা করা যাবে।