মুম্বাই: লোকসভা ভোট মিটতেই বড় ঘোষণা হয়ে গেল মহিলাদের জন্য। বাংলায় ইতিমধ্যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সাধারণ শ্রেণির মহিলাদের ১০০০ টাকা এবং অনগ্রসর শ্রেণির মহিলাদের মাস গেলে ১২০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু এসব অতীত, এবার মহিলাদের ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হল।
না তবে বাংলায় নয়, এই টাকা পাবেন মহারাষ্ট্রে বসবাসকারী মহিলারা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, “আমরা ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন’ ঘোষণা করছি। এর আওতায় প্রত্যেক মহিলাকে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। ২০২৪ সালের জুলাই মাস থেকে এই প্রকল্প কার্যকর করা হবে।” উপ মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণা হতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
সরকার যদি এই প্রকল্প বলবৎ করে তাহলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মহিলা। শুধু তাই নয়, রান্নার গ্যাস নিয়েও বিরাট বড় ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার। তিনি বলেছেন, “আমরা মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী অন্ন ছাত্র যোজনার অধীনে প্রতি বছর সমস্ত পরিবারকে বিনামূল্যে ৩টি সিলিন্ডার দেব।”
এনসিপি প্রধান বলেন, “আমরা মহারাষ্ট্রের সমস্ত কৃষকদের তুলা এবং সয়াবিন ফসলের জন্য হেক্টর প্রতি ৫০০০ টাকা বোনাস দেব। আমরা ১ জুলাই ২০২৪ এর পরেও দুধ উৎপাদনকারী কৃষকদের প্রতি লিটারে ৫ টাকা বোনাস দেব। পশুর আক্রমণে মৃত্যুর ক্ষেত্রে সরকার আর্থিক সহায়তা বাড়িয়েছে, এখন নিকটাত্মীয়রা ২০ লক্ষ টাকার পরিবর্তে ২৫ লক্ষ টাকা পাবে।”
At the State Assembly, Maharashtra Deputy CM and NCP chief Ajit Pawar says, “We are announcing Mukhyanantri Majhi Ladki Bahin (CM My Beloved Sister). Under this, all women will be given Rs 1500 per month. Scheme will be implemented from July 2024.” pic.twitter.com/yUV0z3Pv7h
— ANI (@ANI) June 28, 2024