NEET বিতর্কে এবার নতুন করে আসরে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ইস্যুতে এবার তিনি সটান চিঠি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
নিট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা নিট বিলোপের দাবি তুলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘নিট সরিয়ে পুরনো ব্যবস্থা কার্যকর করতে হবে।’ উল্লেখ্য, আগে পুরনো ব্যবস্থায় রাজ্য সরকারগুলি নিট পরীক্ষার আয়োজন করত। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনাকারী আধিকারিকদের ঘুষ, পড়ুয়াদের গ্রেস মার্কস দেওয়া ইত্যাদির গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এসব ঘটনা লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎকে প্রভাবিত করছে। এ ধরনের ঘটনা শুধু দেশের মেডিক্যাল পরীক্ষার মানের সঙ্গে আপস করে না, দেশের স্বাস্থ্য সেবার ওপরও বিরূপ প্রভাব ফেলে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ সাফ দাবি, নিটের পুরনো ব্যবস্থা কার্যকর করতে হবে, যার অধীনে রাজ্য সরকার পরীক্ষা নেয়। ২০১৭ সালের আগে রাজ্যগুলিকে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হত এবং কেন্দ্রীয় সরকারও প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করত। সেই সময়ে গোটা বিষয়টি মসৃণভাবে কাজ করত। রাজ্য সরকার সাধারণত প্রত্যেক চিকিৎসকের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করে, তাই রাজ্য সরকারকে মেডিকেল ছাত্র বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত বলে দাবি মমতার।
মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার পুরো নিট পরীক্ষাকে কেন্দ্রীভূত করেছে এবং রাজ্য সরকারগুলির জড়িত না হয়ে মেডিকেল কোর্সে ভর্তির উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন। বাংলার মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে বিদ্যমান ব্যবস্থার কারণে দুর্নীতিকে উত্সাহিত করা হয়েছে এবং এর থেকে কেবল ধনী ব্যক্তিরাই উপকৃত হয়েছেন। অন্যদিকে কেন্দ্রের এহেন খামখেয়ালিপনার কারণে দরিদ্র ও মধ্যবিত্ত ঘরের পড়ুয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
West Bengal CM Mamata Banerjee writes to PM Narendra Modi regarding the National Eligibility cum Entrance Test (NEET) Examination; urges PM Modi to abolish NEET, restore the previous system of conducting this Exam by state governments. pic.twitter.com/cT6ZVgq3Nk
— ANI (@ANI) June 28, 2024