সেনা অভ্যুত্থান। সরকার ফেলে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। সেই অভুত্থানের প্রতিরোধ। তীব্র উত্তেজনায় কাঁপছে (Bolivia) বলিভিয়া। গৃহযুদ্ধের আশঙ্কা নিয়েই কোপা আমেরিকা (Copa America) কাপে পরবর্তী ম্যাচে দু’বারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি বলিভিয়া।
ফুটবল দুনিয়ায় চালু কথা কোপা কাপে উরুগুয়ে ভয়ঙ্কর। দক্ষিণ আমেরিকার এই দেশটি কোপা কাপের চার বার জয়ী। বলিভিয়ার সেই কৌলিন্য নেই। ফুটবল সংক্রান্ত সংবাদমাধ্যমগুলির বিশ্লেষণ উরুগুয়ের বিরুদ্ধে বলিভিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। মাঠে কঠিন প্রতিপক্ষ আর বলিভিয়ানদের মনে দেশে সেনা অভ্যুত্থানের চেষ্টা ঘিরে গৃহযুদ্ধের আশঙ্কা।
বিবিসি’র খবর, লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার রাজনীতিতে নতুন মোড়। দেশটির প্রেসিডেন্টের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বিদ্রোহী সেনাদের ‘অভ্যুত্থানের’ চেষ্টা বানচাল করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস আর্চি।
রয়টার্স জানিয়েছে, বুধবার (২৬ জুন) বলিভিয়ার রাজধানী লা পাজ শহরের ঐতিহাসিক কেন্দ্র প্লাজা মুরিলো চত্বরে জড় হয় বিদ্রোহী সেনার দল। তাদের সঙ্গে ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান ছিল। মুরিলো চত্বরেই প্রেসিডেন্টের বাসভবন ও আইনসভার ভবন রয়েছে। বিদ্রোহী সেনাদের একটি ট্যাংক প্রেসিডেন্টের বাসভবনের ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়।
প্রেনসা লাতিনার খবর, এই অভিযানের সময় প্রেসিডেন্ট বাসভবনের বাইরে অবস্থান করছিলেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বলেন, সেনাবাহিনী দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। দ্রুত তাঁকে পদচ্যুত করেন প্রেসিডেন্ট। বিদ্রোহী সেনা ফিরে যায় ব্যারাকে।
সেনাবাহিনীর বিদ্রোহের সমালোচনা করেছেন বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভা মোরালেস। তিনি শহর ও গ্রামের সব মানুষকে সামরিক ক্যু এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এছাড়া সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধের ঘোষণা করেছেন। তীব্র রাজনৈতিক উত্তেজনা চলছে বলিভিয়ায়।